![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন সময় এসেছে না বলা কথা গুলো বলে বধীর মানুষের বধীরতা ঘোঁচানো, এখন সময় এসেছে আলোর বাঁধ ভাঙ্গার। যে আলোয় অন্ধকারগামী মানুষ চলতে শিখবে। আমি ভীতু, আমার গলার স্বরও নরম। আমি বলতে সাহস করবনা বললেও কেউ শুনতে পাবেনা। যাদের সাহস আছে, যাদের গলা উঁচু আছে তাদেরকে সমবেত স্বরে বলতে হবে। আলোর বাঁধ ভেঙ্গে দাও! অন্ধকারকে হটাও!
তোমাকে খুঁজেছি তোমার ঘরের কোণে;
অথচ তুমি আছ আমার ঘরের তৈজসপত্রে।
তোমাকে খুঁজেছি সপ্তম আসমানের রাজ প্রসাদে;
অথচ তোমার অস্তিত্ব সেখান থেকেও সপ্তম আসমান দূরে।
তোমাকে খুঁজেছি তোমার বিদিত পরিচিত জনের কাছে:
অথচ তুমি নিবাস বেঁধেছ প্রতিজনের অপরিচিত গহীনে।
তোমাকে খুঁজেছি মাইকের আহ্বানের শব্দ তরঙ্গে:
অথচ তুমি লুকিয়ে আছো সেই তরঙ্গের শিরায় শিরায়।
তোমাকে খুঁজেছি তরবারির ধারালো শরীরে;
অথচ তুমি থিতু হয়ে আছ সকলের ভোতা মানস-পটে।
তোমাকে খুঁজেছি ঘণ্টাধ্বনির ঝন ঝনানীতে;
অথচ তোমার চলা ভিন্নমতের অভিন্ন পথে।
তোমাকে খুঁজেছি মন্ত্রে মন্ত্রে মুগ্ধ বাণীতে;
অথচ তোমার বিচরণ সেখান থেকেও সন্নিকটে।
কেউ কেউ তোমাকে সৃষ্টি করেছে নীলিমার সপ্ত-নীলে;
অথচ তারা তোমাকে রূপ দিয়েছে অশরীরী অস্তিত্বহীনতায়।
তারা তোমাকে আচ্ছাদিত করেছে প্রেমহীন নিষ্ঠুরতায়
অথচ তোমার প্রেমে জন্ম নিয়েছে সপ্তর্ষির সহোদর সপ্তনদী।
©somewhere in net ltd.