![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন সময় এসেছে না বলা কথা গুলো বলে বধীর মানুষের বধীরতা ঘোঁচানো, এখন সময় এসেছে আলোর বাঁধ ভাঙ্গার। যে আলোয় অন্ধকারগামী মানুষ চলতে শিখবে। আমি ভীতু, আমার গলার স্বরও নরম। আমি বলতে সাহস করবনা বললেও কেউ শুনতে পাবেনা। যাদের সাহস আছে, যাদের গলা উঁচু আছে তাদেরকে সমবেত স্বরে বলতে হবে। আলোর বাঁধ ভেঙ্গে দাও! অন্ধকারকে হটাও!
অপার্ণ তোমার চলনে আমি কোন গল্প খুঁজে পাই না!
তোমার পদদেশের প্রতিটি শব্দই একেক একটি কবিতার শব্দ!
যেখানে ছন্দ আছে, আছে অন্তমিল!
অপার্ণ তোমার বাচনে আমি কোন সুর খুঁজে পাইনা!
তোমার প্রতিটি বাচনেই থাকে বাঁচার শাসন!
যেখানে আছে স্রষ্টার সুর স্রষ্টা!
অপার্ণ তোমার দৃষ্টিপাতে আমি কোন আলো খুঁজে পাই না!
তোমার প্রতিটি চাহনিই এককে একটি নক্ষত্র জন্ম দেয়!
যে নক্ষত্র বাঁচিয়ে তোলে সহস্র নক্ষত্রের মৃত্যকে!
অপার্ণ তোমার হাসিতে আমি ছন্দ খুঁজে পাই না!
তোমার স্বরবৃত্ত হাসির প্রতিটি ছন্দই একেক একটি সঙ্গীত স্বরূপ!
যে ছন্দ বাঁচিয়ে রেখেছে হাজারো বিহঙ্গ বাসা!
অপার্ণ তোমার শরীরে কোন ভাষা নেই!
তোমার সমস্ত ভাষা জুড়েই তোমার শরীরের আনাগুনা!
যে শরীরের অস্তিত্ব খুঁজে পাই পৃথীবির সমস্ত কবিতা!
অপার্ণ তোমার শরীরে আমি গন্ধ খুঁজে পাইনা!
ধরীনর সমস্ত সৌরভজুড়ে তোমার শরীর মেখে আছে!
যে সৌরভে মৃত্যুরা বাঁচার স্বাধ খুঁজে পায়!
০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৫৬
আলোর_পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।