|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আলোর_পথিক
আলোর_পথিক
	এখন সময় এসেছে না বলা কথা গুলো বলে বধীর মানুষের বধীরতা ঘোঁচানো, এখন সময় এসেছে আলোর বাঁধ ভাঙ্গার। যে আলোয় অন্ধকারগামী মানুষ চলতে শিখবে। আমি ভীতু, আমার গলার স্বরও নরম। আমি বলতে সাহস করবনা বললেও কেউ শুনতে পাবেনা। যাদের সাহস আছে, যাদের গলা উঁচু আছে তাদেরকে সমবেত স্বরে বলতে হবে। আলোর বাঁধ ভেঙ্গে দাও! অন্ধকারকে হটাও!
অন্ধকারগুলো নিঃশব্দে ঘিরে ধরেছে,
কোথাও কোন সুড়ঙ্গ নেই, নেই কোন আলোর খোঁজ!
আলোগুলো কোথায় যেন লুকিয়েছে;
অভিমানী মুখখানা তার, নিজেই নিজেকে খুঁজে মরে!
অন্ধকার আজ তার নিজের পথেই চলে,
সমস্ত আলোকে পদদলিত করে!
বোবা কান্নারা শব্দ খুঁজে মরে;
 স্লোগানে স্লোগানে মুখরিত হবে বলে!
আশার স্বপ্নগুলো দু:স্বপ্ন হয়ে ,
হাতছানি দেয়, বিরহী হবার ভরসা নিয়ে!
বুকের ব্যথাগুলো আলিঙ্গন করে,
আশাহত স্মৃতিগুলোর সাথে! 
বেঁচে থাকা মৃত মানুষেগুলো 
ঘিরে ধরে জীবনের সমস্ত সোপান!
অনেক হয়েছে, অনেক হয়েছে,
এখানেই ক্ষান্ত দাও!!!!
এবার দাঁড়াও রুখে, 
আলোর মশাল জ্বাল!
হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলো 
আঁচলে লুকিয়ে রাখা সব অভিমানেরে! 
চাপড় মার সব বোবা কান্নার গন্ডদেশে,
হয় বেঁচে থাকো মাথা উচু করে;
অথবা মর সব বীরের বেশে।
দু:স্বপ্নদের ভীড়ে রেখে এস আশার মশাল; 
পুড়িয়ে দাও সমস্ত রাতের আঁধার!
তুমি স্বপ্ন  হয়ে বেঁচে থেকো
সূর্যের আশে,
 আমি সকল ধৃষ্টতাকে 
টানেল দেখাবো।
স্বপ্নগুলো  বেঁচে থেকো
প্রতিটি স্পন্দনে, স্পন্দনে!!
 
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০২|  ১৮ ই জুলাই, ২০১৮  রাত ১০:৫৯
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১০:৫৯
আলোর_পথিক বলেছেন: ভাল লাগার প্রতিদান দেওয়ার আশা রইলো.
৩|  ১৮ ই জুলাই, ২০১৮  রাত ১১:০৫
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১১:০৫
কাইকর বলেছেন: চমৎকার ।
  ১৮ ই জুলাই, ২০১৮  রাত ১১:১০
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১১:১০
আলোর_পথিক বলেছেন: সত্যিই কিন্তু ধন্যবাদ মি। কাইকার
৪|  ১৯ শে জুলাই, ২০১৮  রাত ১২:১৭
১৯ শে জুলাই, ২০১৮  রাত ১২:১৭
পেন আর্নার বলেছেন: কে কোন মনোভাব নিয়ে শব্দ বোনে, তা না বুঝে তাতে মন্তব্য করা অসামঞ্জস্যিক, কখনো বাড়াবাড়ি, কখনো কঠিন। কিন্তু সাংগঠনিক মন্তব্য করা যেতেই পারে।  
তাই সাহস করে বলে ফেলছি, 
শব্দ নির্বাচনে আরও সময় নেওয়া উচিত বলে মনে করছি। 
কবিতার মধ্যে বলার যে ভাষা ব্যবহৃত হয়েছে তা একই থাকা উচিত, কোথাও কোথাও তা পরিবর্তিত হয়েছে বলে পাঠক হিসেবে  পড়তে গিয়ে কিছুটা আমেজ হারিয়ে ফেলেছি। যেমন, অভিমানেরে; রে, মিলছে না কবিতার ভাষাশৈলিতার সাথে। 
ভরসা একটা পজিটিভ শব্দ। কোনো হতাশা বা নেই বা বিয়োগাত্মক ব্যাপারে এই শব্দটি যায় না। 
ভালো লাগা- 
পুরো লেখায় একটা খোঁজ আছে, একটা অনুসন্ধান আছে। কেউ একটি সুসময়কে খুঁজছে। ভালো কিছু খুঁজে বেড়াচ্ছে, তাও নিজের মধ্য থেকেই। নিজের কমতি বা অপারগতাকে স্বীকার করছে, এবং পাশাপাশি সম্ভাবনা ও ঘুরে দাঁড়ানোর দরজাগুলোও চিহ্নিত করে চলছে ও শেষে নিজেই নিজের হাল ধরে নিজের কাণ্ডারি হয়ে উঠছে। খুব ভালো থিম বা পজিটিভ ভাইব। এটা ভালো লেগেছে।   
আশা করি, সাধারণ পাঠক হিসেবে আমার কথাগুলোকে আশাব্যাঞ্জক হিসেবেই নেবেন। :-) 
শুভকামনা, শুভ হোক লেখার পদযাত্রা অল্প অল্প পায়ে। 
  ১৯ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১৮
১৯ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১৮
আলোর_পথিক বলেছেন: এক কথায় চমৎকার মন্তব্য করেছেন! মন্তব্য দেখেই বোঝা যায়, কবিতাটা আপনি ভাল করে পড়েছেন। ভরসা শব্দ যখন লিখি তখন শঙ্কা শব্দটি মাথায় ছিল কিন্তু ইচ্ছে করেই দেয়, কেন জানি মনে হলো ভরসা দেই, তাই দিয়েছি। অভিমানেরে এর পরিবর্তে অভিমানকে দিলে বোধ হয় আপনার কোন অভিমান থাকবে না। সেটা করা যেতে পারে। অসাধারণ মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ্
৫|  ১৯ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৪৮
১৯ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
  ১৯ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১৯
১৯ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১৯
আলোর_পথিক বলেছেন: নুর ভাই ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০১৮  রাত ১০:৫৬
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১০:৫৬
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।
কবিতায় ভাল লাগা।++