![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন সময় এসেছে না বলা কথা গুলো বলে বধীর মানুষের বধীরতা ঘোঁচানো, এখন সময় এসেছে আলোর বাঁধ ভাঙ্গার। যে আলোয় অন্ধকারগামী মানুষ চলতে শিখবে। আমি ভীতু, আমার গলার স্বরও নরম। আমি বলতে সাহস করবনা বললেও কেউ শুনতে পাবেনা। যাদের সাহস আছে, যাদের গলা উঁচু আছে তাদেরকে সমবেত স্বরে বলতে হবে। আলোর বাঁধ ভেঙ্গে দাও! অন্ধকারকে হটাও!
যখন কোন ঘটনা সংঘটিত হওয়া এবং না হওয়ার সমান সম্ভাবনা হয়; তখন হতে পারে বা নাও হতে পারে ধরে নিয়ে বিচার করাটায় শ্রেয় যদি সি বিষয়টি আপনি নিজে প্রত্যক্ষ করে না থাকেন। তার মানে যেহেতু আমি ঘটনাটা প্রত্যক্ষ করিনি সেহেতু, হয়েছে অথবা হয়নি ধরে বিষয়টি পর্যবেক্ষণ করায় শ্রেয়। প্রায়শই দেখা যায় অসামাজিক মাধ্যমে প্রচারিত খবর কেউ হয়তো শেয়ার দিয়েছে, আর যদি সেটা আমার বিশ্বাস করতে স্বাচ্ছন্দ লাগে তাহলে আমাার বিশ্বাসের পক্ষে আমি এমনটিই প্রচারমূলক ভূমিকা রাখি যে, মনে হয় ঘটনাটা আমার সামনেই ঘটেছে। কিন্তু এহেন স্বাচ্ছন্দমূলক বিপরীত ভূমিকা রাখার সমান সম্ভাবনার ঘটনাট পক্ষ নিয়ে বা বিপক্ষতার পক্ষ নিয়ে আমরা হয়তো অনেক মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করছি অথবা সত্যকে মিথ্যা হিসেবে প্রতিষ্ঠা করছি। অতএব, নিরপেক্ষভাবে ঘটনাগুলো পর্যবেক্ষণ করার চেয়ে শ্রেয় আর কোন ভালো বিকল্প আছে বলে আমার মনে হয়। আমাদের বিশ্বাস কারও যাতে অনিষ্ঠ না করে সে বিষয়ে আমরা নিশ্চয় সাজগ দৃষ্টি রাখবো।
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৩
আলোর_পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া!
২| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না।
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০২
আলোর_পথিক বলেছেন: আমিও বুঝলাম না, কেন বুঝলেন না।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৩
কিরমানী লিটন বলেছেন: সুন্দর পোষ্ট - শুভকামনা জানবেন....