![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন সময় এসেছে না বলা কথা গুলো বলে বধীর মানুষের বধীরতা ঘোঁচানো, এখন সময় এসেছে আলোর বাঁধ ভাঙ্গার। যে আলোয় অন্ধকারগামী মানুষ চলতে শিখবে। আমি ভীতু, আমার গলার স্বরও নরম। আমি বলতে সাহস করবনা বললেও কেউ শুনতে পাবেনা। যাদের সাহস আছে, যাদের গলা উঁচু আছে তাদেরকে সমবেত স্বরে বলতে হবে। আলোর বাঁধ ভেঙ্গে দাও! অন্ধকারকে হটাও!
(১) ট্রাম্প : প্রায়শই: কৌতুক অভিনেতার ভূমিকায় অবতীর্ণ হতেন দেখে খুব মজা পেতাম।
(২) ট্রাম্প : পুঁজিবাদী ব্যবস্থার একজন অকপট প্রবাদ পুরুষ, এটা অকপটতা একটা দারুন সততা ।
(৩) ট্রাম্প : বর্ণবাদীতার ব্যাপারেও অকপট, তার প্রমাণ কালোকে হত্যা করে তার স্বাক্ষর তার লোকজন রেখেছেন। আমার মত ফেয়ার এ্যান্ড গ্লো ( নতুন এই নামটি আগের চেয়ে ঘৃণ্য) এর বিজ্ঞাপনকে সমালোচনা করবে আবার রং ফর্সা করার ক্রীমও ব্যবহার করবে, উনি তা করেন না।
(৪) ট্রাম্প : এর দেশে আপাতত অভিবাসী হবার কোন ইচ্ছে আমার নেই যদিও সেটা সুযোগ, সামর্থ্য ও করোনার কারণে।
(৫) ট্রাম্প : এর ভাষণ শুণে ওবামার মত করে ট্রাম্পের কোন পূর্বতন স্বদলীয় প্রাক্তন মানে প্রাক্তন প্রেসিডেন্ট অন্যকে বলেননি আমাকে হত্যা করো।
(৬) বাইডেন : আপাতত ট্রাম্পের পরারাষ্ট্রনীতিতে এমন কোন পরিবর্তন আনবেন বলে মনে হয়না যে পরিবর্তনের ফলে আমার বেতন বৃদ্ধি পাবে বা আমার সু-চিকিৎসার সুযোগ সৃষ্টি করবে।
তবে একটা কারণে আপনি বাইডেনকে সমর্থন করতে পারেন, সেটা হলো:
আপনার যদি (Insomnia) অনিদ্রা জনিত রোগে ভোগেন তাহলে বাইডেনের বক্তৃতা আপনাকে ঘুমানোর জন্য দারুন সাহায্য করবে। যেহেতু এখনও পর্যন্ত আমার Insomnia জাতীয় কোন রোগ হয়নি সেহেতু ট্রাম্পের অনুপস্থিতিই আমাকে মর্মামহত করবে।(১) ট্রাম্প : প্রায়শই: কৌতুক অভিনেতার ভূমিকায় অবতীর্ণ হতেন দেখে খুব মজা পেতাম।
(২) ট্রাম্প : পুঁজিবাদী ব্যবস্থার একজন অকপট প্রবাদ পুরুষ, এটা অকপটতা একটা দারুন সততা ।
(৩) ট্রাম্প : বর্ণবাদীতার ব্যাপারেও অকপট, তার প্রমাণ কালোকে হত্যা করে তার স্বাক্ষর তার লোকজন রেখেছেন। আমার মত ফেয়ার এ্যান্ড গ্লো ( নতুন এই নামটি আগের চেয়ে ঘৃণ্য) এর বিজ্ঞাপনকে সমালোচনা করবে আবার রং ফর্সা করার ক্রীমও ব্যবহার করবে, উনি তা করেন না।
(৪) ট্রাম্প : এর দেশে আপাতত অভিবাসী হবার কোন ইচ্ছে আমার নেই যদিও সেটা সুযোগ, সামর্থ্য ও করোনার কারণে।
(৫) ট্রাম্প : এর ভাষণ শুণে ওবামার মত করে ট্রাম্পের কোন পূর্বতন স্বদলীয় প্রাক্তন মানে প্রাক্তন প্রেসিডেন্ট অন্যকে বলেননি আমাকে হত্যা করো।
(৬) বাইডেন : আপাতত ট্রাম্পের পরারাষ্ট্রনীতিতে এমন কোন পরিবর্তন আনবেন বলে মনে হয়না যে পরিবর্তনের ফলে আমার বেতন বৃদ্ধি পাবে বা আমার সু-চিকিৎসার সুযোগ সৃষ্টি করবে।
তবে একটা কারণে আপনি বাইডেনকে সমর্থন করতে পারেন, সেটা হলো:
আপনার যদি (Insomnia) অনিদ্রা জনিত রোগে ভোগেন তাহলে বাইডেনের বক্তৃতা আপনাকে ঘুমানোর জন্য দারুন সাহায্য করবে। যেহেতু এখনও পর্যন্ত আমার Insomnia জাতীয় কোন রোগ হয়নি সেহেতু ট্রাম্পের অনুপস্থিতিই আমাকে মর্মামহত করবে।
০৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪৩
আলোর_পথিক বলেছেন: ধন্যবাদ, এখনই ঠিক করে দিচ্ছি।
২| ০৬ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫১
খায়রুল আহসান বলেছেন: ২ ও ৩ এর জন্য ট্রাম্প আমার কাছ থেকেও কিছুটা ক্রেডিট পেতে পারেন। তবে তিনি মিথ্যাবাদী, অন্যান্য সব ব্যাপারে তিনি কপট ও ধূর্ত, এ জন্য তিনি বহুদিন ধরে আমেরিকার ইতিহাসে একজন নিম্ন মানের প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। করোনার প্রতি অবহেলার কারণে তাকে আদালতের কাঠগড়ায় উঠতে হলেও আমি অবাক হবো না।
তবে বিগত ৩/৪ জন প্রাক্তন প্রেসিডেন্টের তুলনায় তার হাতে কম সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে, এ কথাও স্বীকার্য।
০৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৩
আলোর_পথিক বলেছেন: আপনার পর্যবেক্ষণগুলোর সাথে আমি কিন্তু একমত!
৩| ০৬ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: ট্রাম্প আপনাকে খুজছেন।
০৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০২
আলোর_পথিক বলেছেন: কথা হয়েছে, আপনাকে তুলে নিয়ে যেতে বলেছেন!
৪| ০৭ ই নভেম্বর, ২০২০ ভোর ৪:৫৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ক্লাউনের অভাবে যুক্তরাষ্ট্রের রাজনীতিটা কেমন যেন ম্যাড়ম্যাড়ে হয়ে যাবে !
০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১৫
আলোর_পথিক বলেছেন: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
৫| ০৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১২
মেহরাব হাসান খান বলেছেন: যান ট্রাম্প ক্যাফে থেকে ফ্রিতে কফি খেয়ে আসেন। হা হা হা......
০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩৫
আলোর_পথিক বলেছেন: সেই কফির দাম নিশ্চয় অনেক বেশি হবে........
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: রম্য লেখা ভালো লেগেছে। আপনার লেখা দুইবার কপি-পেস্ট হয়েছে।