নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Peace comes from within. Do not seek it without.” ― Gautama Buddha

আলোর_পথিক

এখন সময় এসেছে না বলা কথা গুলো বলে বধীর মানুষের বধীরতা ঘোঁচানো, এখন সময় এসেছে আলোর বাঁধ ভাঙ্গার। যে আলোয় অন্ধকারগামী মানুষ চলতে শিখবে। আমি ভীতু, আমার গলার স্বরও নরম। আমি বলতে সাহস করবনা বললেও কেউ শুনতে পাবেনা। যাদের সাহস আছে, যাদের গলা উঁচু আছে তাদেরকে সমবেত স্বরে বলতে হবে। আলোর বাঁধ ভেঙ্গে দাও! অন্ধকারকে হটাও!

আলোর_পথিক › বিস্তারিত পোস্টঃ

৫০ বছরের শিক্ষা

১৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৪

দেশটা স্বাধীন করতে সময়ে লেগেছিল ৯ মাস (যা রাজনৈতিক ইতিহাস মাত্র)!

স্বাধীন দেশে সুষ্ঠু নির্বাচন করতে সময় লেগেছিল ২০ বছর (যা নিন্দিত ইতিহাস)!

চায়ের disposable কাপ কোথায় ফেলতে হয় ৫০ বছরেও শিখিনি (শিখবো কিনা সেটা ভবিষ্য ইতিহাস)!

থুথু রাস্তায় ফেলা উচিৎ নয় এই শিক্ষাটি ৫০ বছরেও ৫০ শতাংশ মানুষও শেখেননি (শিখব কিনা ভবিষ্য ইতিহাসও বলতে পারবে না) ।






চিকিৎসা, শিক্ষাসহ ইত্যাদি ক্ষেত্রে সরকারী পরিষেবার মান নিয়ে আপাতত আলোচনা পুরাটায় বাদ থাক; কারণ এগুলো এমন বিষয় যা কখনই ইতিহাস হবে না শুধুই বর্তমান !

আত্মসমালোচনার বিষয়টি এমন যে, ‘এটা আপনার করা উচিৎ, আমার করা দরকার নেই, কারণ আমি সাধারণত: ভুল করিনা (তাই এবিষয় নিয়ে ৫০০ বছর পরের ইতিহাস ভাববে, আপনার কোন প্রকার ঠেকা পড়েনি যে আপনি ভাববেন)!

অপরদিকে, যে ভুল বানানে কারও পঞ্চাশ পয়সারও ক্ষতি নেই! যে হয়তো ৫০টি শব্দ লিখলে ৫০শতাংশ বানান ভুল করবে তাকেও সরব হতে দেখা গেছে।

উপসংহার: ৫০ বছরে একমাত্র পাওয়া, নিজের ভুল ভুলে গিয়ে, অন্যের ভুল নিয়ে মেতে সব দু:খ ভুলে থাকা।

বি. দ্র. আমি বানান ভুল করি বিধায় এই স্ট্যাটাস টা দিলাম!

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৮

নতুন বলেছেন: হুম আরো অনেক সময় লাগবে :(

১৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১৫

আলোর_পথিক বলেছেন: সময় লাগতে পারে, সেটা ব্যাঞ্জক কিন্তু কত সময় দূরে সেটাই ব্যাপার!

২| ১৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: আজও মানুষ ফুটপাতে ঘুমায়।
আজ লাখ লাখ বেকার।
দূর্নীতি।

১৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১৬

আলোর_পথিক বলেছেন: আমরা সেটা দেখে সমালোচনা করিনা কিন্তু একটা ‘ব’ কম দেখে ধুয়া তুলে দিচ্ছি!

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশের জন্য এমন ধরণের ডিসপোজেবল চায়ের কাপ বানানো দরকার, যা চায়ের সাথে খাওয়া যায়।

১৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪১

আলোর_পথিক বলেছেন: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভাল বলেছেন, আইসক্রিমের ক্ষেত্রে একটা ব্যবস্থা কিন্তু আছে। বিজনেস আইডিয়া হিসেবে দারুন!

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩০

রংবাজপোলা বলেছেন: হক কথাই কইছেন। জব্বর হইছে।

কদমবুসি লইয়েন।

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৯

আলোর_পথিক বলেছেন: ধন্যবাদ দিলাম কিন্তু আপনাকে সাথে অভিনন্দন টাও!

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৯

Fokroul Hasan বলেছেন: যথার্তই বলছেন।

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৯

আলোর_পথিক বলেছেন: ধন্যবাদ হাসান ভাই!!!

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৭

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আমাকে শিক্ষিত হতে বলছেন ! আপনি খুবই বর্বর বুদ্ধিজীবী।

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৩

আলোর_পথিক বলেছেন: বর্বর হতে পারি বুদ্ধিজীবী নই!

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৫

আলোর_পথিক বলেছেন: তানীম ভাই সম্ভবত: আপনার কমেন্টটি ভুল জায়গায় করা হয়ে গেছে! একটু চেক করেন প্লিজ!

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: দুঃক্ষিত ভাই । কথাটা আপনাকে একদমই ইআর্কি ছলে বলেছি , মনে কিছু নিয়েন না ।

১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৯

আলোর_পথিক বলেছেন: মনে নেওয়ার সুযোগ পেলাম কই! আপনার জন্য শুভ কামনা রইলো!

৮| ১৮ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৩৮

নেওয়াজ আলি বলেছেন: শপথ করলাম ভুল করবো না আর

১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩০

আলোর_পথিক বলেছেন: কেন ভুল করবেন না, ভুল অবশ্যই করবেন, ভুল করার দায়িত্ব না থাকলেও অধিকারের মধ্যে পড়ে!

৯| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

জ্যাকেল বলেছেন: আমি আজ মোটামুটি ১০ কেজি পলিথিন সংগ্রহ করলাম। কালকে পোড়াব। আপনি কি করেছেন?

১৮ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৫

আলোর_পথিক বলেছেন: আমার সহসঙ্গীগণ যদি এলোমেলো ভাবে আবর্জনা এদিক ওদিক ফেলে, আমি তাদের সামনেই সেগুলো কুড়িয়ে ডাস্টবিনে ফেলার চেষ্টা করি। গত সপ্তাহে ডাস্টবিন না পেয়ে দুই কিমি সাথে করে এনে বাসার ডাস্টবিনে রাখালাম।

তবে আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আর আপনার মত একজনের সাথে এহেন কাজ করার সুযোগ পেলে আমি নিজেকে ধন্য মনে করতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.