![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।।।
অবশেষে ১৫ বছরের প্রতিক্ষার অবশান ঘটল। আমরা পারলাম!! ৭৯ রানের স্বপ্নের জয়। অভিনন্দন!!!যা আরো ৩ বছর আগে এশিয়া কাপে হওয়া উচিত ছিল তা আজ হল। ১৯৯৯ সালের বিশ্বকাপে নবাগত দল হিসেবে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছিল। কিন্তু মধ্যে ১৫ বছর, আমরা আবারো হারালাম পাকিস্তানকে। ২০১৫ বিশ্বকাপে বাংলার বাঘেরা যে গর্জন করেছিল তা তারা অব্যাহত রেখেছে। ওরা ১১ জন আবারো আমাদের বিজয় এনে দিয়েছে। টিম টাইগার এগিয়ে চল আমরা আছি তোমাদের সাথে।।
অভিনন্দন তামিম ইকবালকে। সেই ২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিল সে। বিশ্বকাপে সুযোগ পেয়েও পারেনি। কিন্তু আজ অত্যন্ত ঠান্ডা মাথায় ব্যাটিং করে নিজের ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি অর্জন করে নেয়। নিজেকে ‘ড্যাসিং’ ওপেনার হিসেবে আবারো প্রমান করল। কিন্তু আশা করা যায় পরবর্তী সেঞ্চুরির জন্য আরো ২ বছর অপেক্ষা করতে হবে না।
মুশফিকুর রহিমকেও অভিনন্দন। সেও আজ তার ক্যারিয়ারের ৩য় সেঞ্চুরি তুলে নেয়।
তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলদেশের সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড হয় আজ (১৭৮ রান)।
যদি আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি, তাহলে আগামী বিশ্বকাপ আমাদের ঘরেই আসবে।।।
.......।দীপংকর চক্রবর্ত্তী