![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।।।
১। সাকিব আল হাসান:--
বাংলাদেশে পছন্দকৃত তালিকায় প্রথমেই আছেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। তার পেইজে like এর সংখ্যা হল - ৬,২১৪,০০৬ টি। চালিয়ে যাও সাকিব আমরা আছি তোমার সাথে।।
২।Bangladesh Cricket; The tigers
সাব্বাস!! বাঙ্গালী, আরেকবার প্রমাণ হল আমরা ক্রিকেট উন্মাদ জাতি। সর্বাধিক like এর প্রথম দুই স্থানেই আছে ক্রিকেট সংশ্লিষ্ট পেইজ। ২য় স্থানে আছে Bangladesh Cricket: The Tigers পেইজটি। অত্যন্ত কাজের একটি পেইজ। খেলা সহ আমাদের ক্রিকেট টিমের সর্বাধিক আপডেট পাওয়া যায় পেজটি থেকে।এই পেইজে like এর সংখ্যা হল - ৬,১৬৫,০১৯৬ টি।
৩।প্রথম আলো
৩য় স্থানে আছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা প্রথম আলো এর ফেইসবুক পেজ। পেইজে like এর সংখ্যা হল - ৫,৭২৪,৪৪৪ টি।
৪।বিবিসি বাংলা - BBC Bangla
৪র্থ স্থানে আছে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। এই পেইজে like এর সংখ্যা হল -৫,৪৪৯,৫০৬ টি।
৫। নয়া দিগন্ত
৫ম স্থানে আছে আরেকটি পত্রিকা নয়া দিগন্ত এর ফেইসবুক পেইজ। মোটামুটি ভালো একটি পেইজ, কিন্তু সমস্যা হল এরা অনেক সময় যত আজ্যাইরা ও মিথ্যা খবর প্রকাশ করে। আবার অনেক ভালো খবর আছে এদের কাছে। এই পেইজে like এর সংখ্যা হল -৪,৯৬২,৭৩৬ টি।
৬। মুশফিকুর রহিম
৬ষ্ঠ স্থানে আছেন বাংলাদেশের লিটল মাষ্টার মুশফিকুর রহিম। তার পেইজে like এর সংখ্যা হল - ৪,৯১২,০৯৩ টি।
৭। গ্রামীণ ফোন:--
৭ম স্থানে আছে দেশের বৃহত্তম টেলিকমিউনিকেশন কম্পানী গ্রামীণ ফোন। পেইজটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সিমের সেবা সংক্রান্ত যেকোনো প্রশ্ন করলে তারা উত্তর দিয়ে থাকে। এই পেইজে like এর সংখ্যা হল -৪,৪৬৭,৬১৬ টি।
৮।সময়ের কন্ঠস্বর
৮ম স্থানে আছে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম সময়ের কন্ঠস্বর। এই পেইজে like এর সংখ্যা হল -৪,৪৪৯,৯৯৫ টি।
৯। bdnews24.com
৯ম স্থানে আছে আরেকটি অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম bdnews24। পেইজটিতে like এর সংখ্যা হল -৪,৪০৩,৫৯৬ টি।
১০। পরশি:--
১০ম স্থানে আছে দেশের বিখ্যাত নবীন গায়িকা পরশির পেইজ। তার পেইজে like এর সংখ্যা হল - ৪,২৬৯,৮৬৭ টি।
তথ্য সূত্র:--
#http://www.socialbakers.com/statistics/facebook/pages/total/bangladesh/
২| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: গুড পোস্ট। তালিকা দেখে ভাল লাগলো। তালিকায় তালগাছ, হাঁচি দেন দ্যাহি টাইপের কোন পেইজ নাই দেখে স্বস্তি পেলাম।
ভালো থাকুন।
০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৮
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ।।
৩| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৯
রিকি বলেছেন: দাদা টিনের চালে কাক, আমিতো অবাক পেজ টা সেরা দশে নাই !!!!! দুস্ক পেলাম তবে এদের মধ্যে একটা পেজ আজকাল টিনের চালে কাক মার্কা নিউজ দেয় !!!!
০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৬
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন:
"টিনের চালে কাক, আমিতো অবাক" এই ধরণের পেইজ গুলাইতো আমাদের নষ্ট করছে।।
৪| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০১
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৭
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন:
৫| ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ভাবলাম মজা লস থাকবে
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৫
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: পেইজটি অত্যন্ত মজার। কিন্তু তাদের পাবলিসিটি ততোটাও ভালো নয়। পেইজটির like সংখ্যা প্রায় ৬ লক্ষ।
৬| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৮
কাবিল বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১০
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন:
৭| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথমেই আছেন সাকিব , তার লাইক সংখ্যা================================= ৬,২১৪,০০৬ টি
দ্বিতীয় ২য় স্থানে আছে Bangladesh Cricket: The Tigers পেইজটি।এই পেইজে like সংখ্যা - ৬,১৬৫,০১৯৬ টি।এখানে সম্ভবত একটি সংখ্যা বেশি উঠেছে । সংশোধন করার অনুরোধ রইল ।
১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৮
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ খেয়াল করার জন্য,
কিন্তু আমার ব্লগে মনে হচ্ছে কিছু সমস্যা দেখা দিয়েছে। যার জন্য এডিট করা সম্ভব হচ্ছে না।
অতি শীগ্রই এডিট করার চেষ্টা করব।।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১১
Arafat Faisal বলেছেন: ফেসবুক লিংক গুলো কিভাবে সংযুক্ত করলেন?