![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।।।
গত দু দিন ধরে শুনে আসছি সৈয়দ আশরাফুলকে নাকি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন প্রধান মন্ত্রী। কিন্তু এ নিয়েও অনেক ধুম্রজালের সৃষ্টি করা হয়।
--------------------------------------------- অব্যাহতির প্রজ্ঞাপন------------------------------------------------
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক) সভায় অনুপস্থিত থাকায় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার গুঞ্জন উঠলেও সন্ধ্যায় বিষয়টিকে তিনি নিজেও গুজব বলে অভিহিত করেন। তবে মন্ত্রিপরিষদে রদবদল হচ্ছে কীনা এমন খবরও তার জানা নাই।
আবার পরে শুনতে পাই ঈদ পরে নাকি মন্ত্রী সভায় রদ বদল করা হবে।
কিন্তু আজ বিকালে বাংলাদেশে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সৈয়দ আশরাফুল ইসলামকে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য নিশ্চিত করেছেন। আজ মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩(৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে দুই মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আবার এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার মোশাররফ হোসেনকে। বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দায়িত্বে নিয়োজিত খন্দকার মোশাররফকে একই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়িত্ব দেয়া হয়।
সৈয়দ আশরাফুল ইসলামকে বর্তমানে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে।
ছবি সূত্র:--
বিবিসি বাংলা
২| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:০০
ঢাকাবাসী বলেছেন: মালের জয়গা তো বেয়াইকে দিলেই ভাল।
১০ ই জুলাই, ২০১৫ সকাল ৭:২৬
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন:
৩| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৩
শহুরে আগন্তুক বলেছেন: গমরুলের কি হল ?
০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৬
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: গমরুলের গম খেয়ে ডায়রিয়া হইছে
৪| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৪
রাখালছেলে বলেছেন: আহা ! কি আনন্দ আকাশে বাতাসে
০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৫
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: এত আনন্দ লাগে কেরে?
৫| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৫
প্রামানিক বলেছেন: আহারে! বেচারা কিন্তু খারাপ ছিল না।
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১২
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: সবই কপাল বুঝলেন।।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: হায়রে ! কত নাটক যে হয় বাংলাদেশে

