নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি বিজ্ঞানকে।। তাই বিজ্ঞান নিয়ে সকল পোষ্ট করার চেষ্টা করি।।

দীপংকর চক্রবর্ত্তী

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।।।

দীপংকর চক্রবর্ত্তী › বিস্তারিত পোস্টঃ

অনুবীক্ষণ যন্ত্রের কেরামতি B-)

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৮



অনুবীক্ষণ যন্ত্র!! বিজ্ঞানের অন্যতম এক বিস্ময়। যদিও সাধারণ মানুষের হাতের নাগালে এই যন্ত্রটি এখনো পৌছাতে পারে নি। বৈজ্ঞানের ল্যাবের গন্ডিতেই আবদ্ধ হয়ে আছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে খালি চোখে নানা জিনিস দেখি, কখনো কি কল্পনা করেছি এগুলোকে হাজার গুণ বড় করে দেখলে কেমন দেখাবে? আর এজন্যই আজ আমি দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসকে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দিয়ে তোলা ছবি পোষ্ট করলাম।।

১। কলা



হায়রে কলা এই ছিলো তোর ভিতরে!


২।টুথব্রাস




৩। বাল্বের টাংস্টেন ফিলামেন্ট


Round and round, Round and round



৪।টয়লেট প্যাপার






৫। মাছি






৬। প্রজাপতির পাখা


প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমনো রঙ্গিন পাখা!!


৭। পেন্সিলের গ্রাফাইট



৮। সমুদ্রের পানির ফোঁটা

এত শত জিনিস!! Just Crazy



৯। স্টিল



১০। উকুন

বেশ হ্যান্ডস্যাম

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:


ভালোই, মানুষের হাজার আবিস্কারের জন্য সাহায্য করছে এই যন্ত্রটি

২| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৩

বজ্রকুমার বলেছেন: সমুদ্রের পানির ফোঁটা দেখে যারপরনাই অবাক হলাম।

৩| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৫

মানিজার বলেছেন: উনকুন তো ডেঞ্জারাস

৪| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অণুবীক্ষণ যন্ত্রের নীচে গেলে রং বদলে যায় নাকি?

ভালো পোস্ট।

৫| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩০

আহা রুবন বলেছেন: ‌এসব দেখে তো ভয় লাগে! ভাগ্যিস খালি চোখে দেখা যায় না।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:২৭

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: হেহেহেহে।। ;)

৬| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো পোষ্ট করেছেন ভাই, সত্যিই অবাক করা কাজ।

কলা কি গোল করে কাটা? সমুদ্রের একফোঁটা পানিতে এতকিছু!!

৭| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৮

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: অসাধারণ

৮| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫৭

খন্দকার সানাউল ইসলাম তিতাস বলেছেন: অবাক হওয়ার মতই ব্যাপার!

৯| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৯

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ!! :)

১০| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

সুমন কর বলেছেন: এতো বড় !! শেয়ার করার জন্য ধন্যবাদ।

১১| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । বিজ্ঞানের যাদু।

১২| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪২

কল্লোল পথিক বলেছেন:

কে আছেন?

১৩| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৩

ইমরান আশফাক বলেছেন: সমুদ্রির পানির ফোটা দেখে ডরাইছি। :|

১৪| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৭

কাবিল বলেছেন: ভাল আয়োজন।
আরও চাই।

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: মাথা নষ্ট ম্যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.