নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি বিজ্ঞানকে।। তাই বিজ্ঞান নিয়ে সকল পোষ্ট করার চেষ্টা করি।।

দীপংকর চক্রবর্ত্তী

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।।।

দীপংকর চক্রবর্ত্তী › বিস্তারিত পোস্টঃ

সুবীর নন্দী- এক জ্বলন্ত তারার জীবনাবসান

০৭ ই মে, ২০১৯ সকাল ৮:১৩

"" দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে,
সে যে কথা দিয়ে রাখলো না ভুলে যাবার আগে ভাবলনা,
সে কথা লেখা আছে বুকে""



৪৩ বছরের দীর্ঘ আলোক ঝলমল ক্যারিয়ারের অবসান ঘটলো সিঙ্গাপুরে। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটায় তিনি মারা যান বলে গণমাধ্যমকে সিঙ্গাপুর থেকে নিশ্চিত করেছেন তাঁর মেয়ে ফাল্গুনী নন্দী। বেশ কদিন থেকেই উনার অসুস্থতার কথা কানে আসছিলো। কিন্তু আশাই করি নি হঠাৎ একরম খবর উঠে আসবে। এইতো কদিন আগেই তিনি শিল্পকলা বিভাগে একুশে পদকে ভূষিত হন। চলচিত্র সংগীতে অবিস্মরণীয় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন। উড়াল পঙ্খী সত্যি উড়াল দিয়ে চলে গেলো।
সুবীর নন্দী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় নন্দী পাড়া নামক মহল্লায় এক সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারে জন্ম গ্রহণ করেন। বেতার-টেলিভিশন, ছবি সব মিলিয়ে হাজার হাজার চমৎকার গান উপহার দিয়েছেন আমাদের।
বেশ কদিন থেকে প্লে-ব্যাকে উনাকে একদমই দেখা যায় না। আধুনিক বাংলা গানে পাশ্চাত্যের প্রভাবের মাঝে অনেকটাই হারিয়ে গেছিলেন তিনি। যাইহোক সঙ্গীতের ভাঙ্গা-গড়ার খেলায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওনার বেদেহী আত্মার শান্তি কামনা করি। পরম করুণাময় আমাদের সবার সহায় হোন।

সুবীর নন্দীর কণ্ঠে অমর কিছু গানের তালিকাঃ

১) ‘দিন যায় কথা থাকে’,
২)‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’,
৩)‘কতো যে তোমাকে বেসেছি ভালো’,
৪)‘ও আমার উড়াল পঙ্খীরে’
৫) ‘একটা ছিল সোনার কইন্যা’
৬) ‘বন্ধু হতে চেয়ে তোমার’,
৭) পাহাড়ের কান্না দেখে,
৮) ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’
৯) চাঁদের কলঙ্ক আছে যেমন
১০) কেন ভালোবাসা হারিয়ে যায়

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৯ সকাল ১০:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উনার বিদেহী আত্মা শান্তি পাক, এই প্রার্থনা করি।

০৮ ই মে, ২০১৯ সকাল ৭:৩৮

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই।

২| ০৭ ই মে, ২০১৯ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আত্মা শান্তি পাক

০৮ ই মে, ২০১৯ সকাল ৭:৫১

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: এই প্রার্থনাই রইলো।

মন্তব্যের জন্য ধন্যবাদ রইলো।

৩| ০৭ ই মে, ২০১৯ দুপুর ১২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: এখন কেবল স্মৃতি।

০৮ ই মে, ২০১৯ সকাল ৭:৪১

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: তাঁর গানগুলি কখনই হারাবার নয়। তিনি বেঁচে থাকবেন তাঁর কর্মের মধ্য দিয়ে।

৪| ০৭ ই মে, ২০১৯ দুপুর ১২:৪৫

সাহিনুর বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করি

০৮ ই মে, ২০১৯ সকাল ৭:৪২

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ জানবেন সাহিনুর ভাই।

৫| ০৭ ই মে, ২০১৯ বিকাল ৩:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন গুণী শিল্পীর চির প্রস্থান , দুঃখজনক।

০৮ ই মে, ২০১৯ সকাল ৭:৩৭

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ""জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?"

মন্তব্যের জন্য ধন্যবাদ রইলো।

৬| ০৭ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


নিজের সৃষ্টির গুণে, কিছু সময় মানুষের মনে থাকবেন।

০৮ ই মে, ২০১৯ সকাল ৭:৪৪

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: আশা করি পরবর্তী প্রজন্মও তাঁর গানের কমলতা ও মাধুর্য্য উপলব্ধি করতে পারবে।



ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ০৭ ই মে, ২০১৯ রাত ১১:১২

মাহমুদুর রহমান বলেছেন: মানুষ মরে যায় বেঁচে থাকে কেবল তার সৃষ্টকর্ম।

০৮ ই মে, ২০১৯ সকাল ৭:৪৯

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: মহৎ করররমের মাধ্যমে মানুষ যখন অপর মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে তখন তাঁর জীবন হয় সার্থক।


মন্তব্যের জন্য ধন্যবাদ রইলো।

৮| ০৮ ই মে, ২০১৯ রাত ১:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: উনার বিদেহী আত্মা শান্তি পাক ।
উনার শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি রইল সমবেদনা ।

০৮ ই মে, ২০১৯ সকাল ৭:৫০

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই।

৯| ২০ শে মে, ২০১৯ দুপুর ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: খুব কষ্ট পেয়েছি। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.