নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেওয়ান তানভীর আহমেদ

দেওয়ান তানভীর আহমেদ › বিস্তারিত পোস্টঃ

প্রজেক্ট পাই : আমার প্রকাশিত দ্বিতীয়, কিন্তু লেখা প্রথম উপন্যাস

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

বই: প্রজেক্ট পাই
জনরা: বৈজ্ঞানিক কল্পকাহিনী
প্রচ্ছদ: আসিফ ইমরান
নামলিপি: জুলিয়ান এবং রহমান আজাদ
প্রকাশক: অনুপ্রাণন প্রকাশন

ভূমিকা:
ভয়ঙ্কর এক ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি আন্তর্জাতিক চক্র, যার সদস্য পৃথিবীর তিনটি প্রভাবশালী রাষ্ট্র। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এশিয়া এবং আফ্রিকা মহাদেশের চৌদ্দটি দেশে ছড়িয়ে দেয়া হয় এফিব্যান নামক একটি ভাইরাস, যার প্রভাবে এই চৌদ্দটি দেশের মানুষ পরিণত হয় বোধশক্তিহীন একধরনের নিম্নশ্রেণীর জীবে। ফলে এই চৌদ্দটি দেশ চলে যায় সেই আন্তর্জাতিক চক্রের সদস্যদের দখলে, আর দেশগুলোর নাগরিকেরা পরিণত হয় তাদের খেলার পুতুলে!
এই চৌদ্দটি দেশের মধ্যে অন্যতম আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পাঠানো হয় বাংলাদেশেরই পুরনো শত্রুদের। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ইতিহাসবিমুখ বাঙালি তাদের সেই শত্রুদের চিনতে পারে না। আর যতদিনে চিনতে পারে, ততদিনে অনেক দেরি হয়ে যায়। বাকি তেরোটি দেশের মত বাংলাদেশের বায়ুমণ্ডলেও ছড়িয়ে পড়ে সেই ভয়ঙ্কর ভাইরাস এফিব্যান!
তারপর?
তারপর কী হয়, সেটা জানতে হলে পড়তে হবে বৈজ্ঞানিক কল্পকাহিনীমূলক উপন্যাস- প্রজেক্ট পাই। "প্রজেক্ট পাই" কেবল একটি উপন্যাস-ই নয়, এটি একটি সতর্কবার্তাও বটে। এমন এক আসন্ন বিপদের সতর্কবার্তা, যার জন্যে সতর্ক হওয়ার এখনই উপযুক্ত সময়!

আমার কিছু কথা:
বৈজ্ঞানিক কল্পকাহিনী “রু” আমার প্রথম প্রকাশিত বই হলেও আমার লেখা প্রথম উপন্যাস ছিল এই "প্রজেক্ট পাই", যেটা আমি লিখেছিলাম দুই হাজার পনেরো সালে, অর্থাৎ আজ থেকেও আরো প্রায় চার বছর আগে। কিন্তু নানা কারণে এই উপন্যাসটা আর প্রকাশ করা হয়ে ওঠে নি। তবে কোথাও প্রকাশ না করলেও উপন্যাসটার কথা আমার মাথায় সবসময়ই ছিল। একারণে প্রায়ই “প্রজেক্ট পাই”-এর ফাইলটা বের করে শুরু থেকে শেষ পর্যন্ত চোখ বুলাতাম। এরকম করতে করতেই একদিন হঠাৎ মাথায় চলে এলো “রু”-এর প্লট। লেখা শুরুও করে দিলাম আমার দ্বিতীয় উপন্যাস “রু”। মাঝখানে অনিবার্য কারণবশত নেয়া একটা লম্বা বিরতিসহ প্রায় দুই বছরের মত সময় লাগলো “রু” লিখে শেষ করতে। লেখা শেষ হবার বেশ কয়েক মাস পর আমার লেখা দ্বিতীয় উপন্যাসটি অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হলো আমার প্রথম বই হিসেবে। বইটি অনুপ্রাণনের সে বছরের বেস্টসেলারও হলো। “রু”-এর পর এবার আমার মাথায় এলো আমার প্রথম সন্তান, অর্থাৎ আমার লেখা প্রথম উপন্যাস “প্রজেক্ট পাই”-এর কথা, যে কিনা গত চার বছর ধরে ঘরবন্দী হয়ে আছে। ভাবলাম, এবারে যে তাকেও মুক্তি দিতে হয়! :)
অবশেষে “প্রজেক্ট পাই”-ও মুক্তি পেলো। প্রজেক্ট পাই সম্পর্কে আমি আমার পাঠকদের আগে থেকে তেমন কিছুই বলব না। শুধু এটুকুই বলব, “রু” যেমন আমার এবং আমাদের গল্প ছিল, “প্রজেক্ট পাই”-ও ঠিক তেমনি আমার এবং আমাদের গল্প। এখান থেকে আমাকে এবং আমাদেরকে খুঁজে নেয়া এবং আমাদের মাঝখানে নিজেদেরকেও খুঁজে নেয়ার দায়িত্ব আমি আমার পাঠকদের ওপরই ছেড়ে দিচ্ছি। :)



-------------------------------------------------------------
বইটির মুদ্রিত মূল্য: ২৮০/- মাত্র
-------------------------------------------------------------
বইটি অনুপ্রাণন প্রকাশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ২৫% ডিসকাউন্টে অর্ডার করা যাবে। লিংক: http://www.anupranon.com/product/project-pi/
--------------------------------------------------------------
সরাসরি অনুপ্রাণন প্রকাশনের পেইজের ইনবক্সেও অর্ডার করা যাবে ২৫% ডিসকাউন্টে। পেইজ লিংক: https://www.facebook.com/AnupranonProkashon/
--------------------------------------------------------------
২৫% ডিসকাউন্টে অর্ডার করা যাবে Book Street-এর ইনবক্সেও। পেইজ লিংক: https://www.facebook.com/bookstreetbd/
---------------------------------------------------------------
Ittadishop.com থেকেও অর্ডার করা যাবে বইটি। লিংক: Click This Link
----------------------------------------------------------------
এছাড়া রকমারি ডট কম থেকেও বইটি অর্ডার করা যাবে ১৫% ডিসকাউন্টে। লিংক: https://www.rokomari.com/book/189888/project-pi
----------------------------------------------------------------
এছাড়াও কাটাবনের কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সের নিচতলায় অনুপ্রাণন প্রকাশনের বুকস্টোর থেকেও বইটি সংগ্রহ করা যাবে ২৫% ডিসকাউন্টে... :)

Happy Reading... B:-/

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: আমি কাটাবন গেলেই অনুপ্রানন এর অফিসে যাই।
অনুপ্রানন তিন বছর আগে আমার একটি বই করেছে।

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১:৩২

দেওয়ান তানভীর আহমেদ বলেছেন: বাহ! আপনার বইটা সংগ্রহ করব তাহলে পরেরবার গেলে... :)

২| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬

কিরমানী লিটন বলেছেন: শুভকামনা প্রজেক্ট পাইয়ের জন্য.....

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১:৩৪

দেওয়ান তানভীর আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ B:-/

৩| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভ কামনা রইলো।

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১:৩৪

দেওয়ান তানভীর আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ B:-/

৪| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৩১

মা.হাসান বলেছেন: রু ভালো ছিলো, আশা করি প্রজেক্ট পাই হতাশ করবে না। বইয়ের জন্য আগাম শুভ কামনা থাকলো। হাসান মাহবুবের সাথে আপনার পরিচয় কত দিনের?

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১:৩৭

দেওয়ান তানভীর আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ B:-/
আমিও আশাবাদী যে প্রজেক্ট পাই আপনাদের হতাশ করবে না... :)
আর হ্যা, হাসান মাহবুব ভাইয়ের সাথে আমার পরিচয় বছর দেড়েকের। অনেক গুণী মানুষ মাহবুব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.