নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধমনীর মাধ্যমে হৃৎপিন্ড থেকে বিশুদ্ধ ( অক্সিজেনসমৃদ্ধ) রক্ত সারা দেহে প্রবাহিত হয়।

ধমনী

ধমনী › বিস্তারিত পোস্টঃ

দয়া করে ধর্ষণের প্রচারণা(!) বন্ধ করুন

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩২


উফফ...বিরক্ত হয়ে যাচ্ছি পত্রিকা, টিভিতে, অনলাইন নিউজে ধর্ষণের খবর পড়তে পড়তে আর দেখতে দেখতে। কী লাভ এই প্রচার চালিয়ে?! আর বর্ণনাভঙ্গি এমন থাকে যেন মেয়েটাকে ধর্ষণের দৃশ্যচিত্র পাঠকের মনে ভেসে উঠে! ফলাফল দেখুন-
১. ভারতে বাসে গণধর্ষণের ঘটনা মিডিয়ায় প্রচারের পর আমাদের দেশেও একই রকম কয়েকটি ঘটনা ঘটলো।
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র নারী নিগ্রহের ঘটনার সময়কালে একটি সিনেমার পোস্টার সর্বত্র শোভা পাচ্ছিল যেখানে বখাটে ছ্যাচড়া ছেলের ভঙ্গিমায় নায়িকার স্কার্ট ধরে টানছিল নায়ক। বছরখানেক আগে আনন্দমোহন কলেজে একই ধরনের ঘটনা প্রচার মাধ্যমে ব্যাপক আলোড়িত হয়।
৩. শিশু ধর্ষণের প্রক্রিয়া প্রচারিত হওয়ার পর এ সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে।
বাস্তবিক অর্থে এটা জেনে তৎপর হওয়ার কথা প্রশাসনের। কিন্তু এ প্রচার থেকে বিকৃত মানসিকতার লোকেরা প্ররোচিত হচ্ছে, উৎসাহিত হচ্ছে এবং বিকৃতির মাত্রা বাড়াচ্ছে।
তাই মিডিয়ার কাছে একান্ত অনুরোধ- এ ধরণের প্রচার দয়া করে বন্ধ করুন। যদি দিতেই হয় বর্ণনা ব্যাতীত শুধু টাইটেল নিউজটি দিন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠক বাড়ানোর জন্য পত্রিকাগুলো এমনসব হীন প্রচারণা চালায়!

৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৩

ধমনী বলেছেন: এসব নিকৃষ্ট মানসিকতার পরিচয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.