![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে বিদ্রুপ করার জন্য বলছি না। পবিত্র কুরআনে সুরা তাওবার ১১২ নম্বর আয়াতে বলা আছে- মুমিনগণ সৎকাজে (নিজেরা অংশগ্রহণ করে এবং অপরকে) উৎসাহিত করে এবং মন্দ কাজে (নিজে বিরত থাকে এবং অন্যদের) নিরুৎসাহিত করে আর সব বিষয়ে আল্লাহর নির্ধারিত সীমারেখা মেনে চলে। (হে নবী) এসব গুণে গুণান্বিতদের তুমি মহা সাফল্যের সংবাদ দাও।
কিন্তু আমাদের সমস্যা হলো আমরা সীমালঙ্ঘন করে ফেলি। কতিপয় ধর্মীয় ব্যক্তির ( হুজুর/ ওয়ায়েজীন/ পীর এমনকি সাধারণ আলেম) কথা বার্তা এমন যে শুনলে মনে হয় তারা জান্নাত/ জাহান্নামের ইজারা নিয়েছেন। কথায় কথায় কাউকে জান্নাতে পাঠিয়ে দেয়া( দান বেশি হলে উচ্চমাত্রার দোয়া করে) আবার কাউকে শেষ বিচারের আগেই জাহান্নামে পাঠিয়ে দেয়া( ফতোয়া/ ওয়াজে) তাদের নিত্যদিনের কাজ। নিজের জান্নাতের পূঁজি নিয়ে চিন্তিত না হয়ে তারা শুধু পাপীদের(বাহ্যিক দৃষ্টিতে) নিয়ে সমালোচনা এবং গীবত করে মানুষের সস্তা জনপ্রিয়তা পেতে চান। আলোচনা/ লেখালেখিতে ওনারাও হিংস্রতা প্রদর্শন করেন। ভাবখানা এমন যে অন্যদের জোর করে শুদ্ধ করে দেয়ার মহান দায়িত্ব নিয়ে তারা পৃথিবীতে এসেছেন। অথচ স্বয়ং রাসূল সা. কে আল্লাহ বলেছেন- "আপনাকে দারোগা বানিয়ে পাঠাইনি"।
কাউকে কথায় কথায় কাফের বলা, জাহান্নামী, মুশরিক ঘোষণা করার অধিকার কি তাদের আছে? আল্লাহর রাসূল সা. তো আবু জাহেল, আবু লাহাবের জন্যও হেদায়েতের দোয়া করেছেন। কিন্তু এসব সহিংস লোক যদি রাসূল সা. এর সাহাবী হতেন তবে ওহুদ যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের নায়ক খালিদ বিন ওয়ালিদ, হিন্দা বিনতে ওতবা কিংবা ওয়াহশি কেউই ইসলামের সুশীতল ছায়ায় আসতে পারতেন কিনা সন্দেহ!
আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে তিনি এসব ব্যক্তিকে জান্নাত/ জাহান্নামের ইজারাদার বানান নি। তাহলে আমাদের মত সাধারণ মানুষের জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাত কামনা করার অধিকারও তারা কেড়ে নিতেন!!!
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৬
ধমনী বলেছেন: ধন্যবাদ।
২| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২
দরবেশমুসাফির বলেছেন: কিন্তু আমাদের সমস্যা হলো আমরা সীমালঙ্ঘন করে ফেলি। কতিপয় ধর্মীয় ব্যক্তির ( হুজুর/ ওয়ায়েজীন/ পীর এমনকি সাধারণ আলেম) কথা বার্তা এমন যে শুনলে মনে হয় তারা জান্নাত/ জাহান্নামের ইজারা নিয়েছেন। কথায় কথায় কাউকে জান্নাতে পাঠিয়ে দেয়া( দান বেশি হলে উচ্চমাত্রার দোয়া করে) আবার কাউকে শেষ বিচারের আগেই জাহান্নামে পাঠিয়ে দেয়া( ফতোয়া/ ওয়াজে) তাদের নিত্যদিনের কাজ। নিজের জান্নাতের পূঁজি নিয়ে চিন্তিত না হয়ে তারা শুধু পাপীদের(বাহ্যিক দৃষ্টিতে) নিয়ে সমালোচনা এবং গীবত করে মানুষের সস্তা জনপ্রিয়তা পেতে চান।
ধর্ম নিয়ে সাধারন মানুষ পড়ালেখা কম করে এজন্যই এই সকল হুজুর/ ওয়ায়েজীন/ পীর এমনকি সাধারণ আলেমরা ভণ্ডামি করে বেড়াতে পারে।
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯
ধমনী বলেছেন: সত্যিই তাই।
৩| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:০০
প্রামানিক বলেছেন: দারুণ বক্তব্য । ধন্যবাদ
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:২০
ধমনী বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।
৪| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৯
অন্ধবিন্দু বলেছেন:
সঠিক বলেছেন। মহান আল্লাহর নিকট হেদায়েত প্রার্থনা করছি।
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৩
ধমনী বলেছেন: আমিন
৫| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২৬
শহুরে আগন্তুক বলেছেন: ভালো লাগলো ।
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩১
ধমনী বলেছেন: জেনে আমারও ভালো লাগলো
৬| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৮
সিপন মিয়া বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই।
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৯
ধমনী বলেছেন: ধন্যবাদ। আমি সাধারণ মানুষ।
৭| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৮
ধমনী বলেছেন: নির্বাচিত পোস্টের তালিকায় স্থান করে দেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ।
৮| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০০
আব্দুল্যাহ বলেছেন: অসাধারণ লেখা, ধন্যবাদ।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৬
ধমনী বলেছেন: ধন্যবাদ।
৯| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৯
অগ্নি সারথি বলেছেন: অল্প বিদ্যা সব সময় ভয়ংকরী। যেসব মানুষ এমন ট্যাগিং করে মানুষকে, তারা কোরান হয়তোবা জানে কিন্তু বুঝে জানার কোন ক্ষমতা নাই। সর্বদা অনুসরনে বিশ্বাসী এই শ্রেনীকুল।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:১২
ধমনী বলেছেন: হয়তোবা জানে কিন্তু বুঝে জানার কোন ক্ষমতা নাই।
- আমারও তাই মনে হয়
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭
সুবোধ বালক বলেছেন: ভাল লেখা। ধন্যবাদ আপনার ভাবনা চিন্তাকে।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:০২
ধমনী বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৪
শ্মশান বাসী বলেছেন: দারুন বলছেন,
কিন্তু আশ্চর্যের বিষয় সামু কর্তৃপক্ষ এখনো আপনাকে ব্লক করে নাই কেন??