নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধমনীর মাধ্যমে হৃৎপিন্ড থেকে বিশুদ্ধ ( অক্সিজেনসমৃদ্ধ) রক্ত সারা দেহে প্রবাহিত হয়।

ধমনী

ধমনী › বিস্তারিত পোস্টঃ

বাংলার আকাশ রাখিব মুক্ত (ছবি ব্লগ)

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

আগারগাঁওয়ের বাংলাদেশ বিমান বাহিনী যাদুঘরে ঘুরতে গিয়েছিলাম। সাধারণ মানের মোবাইল ফোনের ক্যামেরায় কিছু ছবি তুলেছি। সেগুলো দিয়েই ছবি ব্লগ তৈরীর প্রচেষ্টা। আনাড়ি হাতের ক্লিক, ভালো কিছুর আশা করে হতাশ হবেন না।

১.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''প্রথমেই নজর কাড়া প্রবেশদ্বার

২.
..................................... ঢুকে সোজা চলে গেলে হাতের বামে এ সুন্দর বিমানটি চোখে পড়বে

৩.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''মেলে দিয়েছে বিশাল ডানা
৪.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''ওরে বাবা! আকাশের হাঙ্গর...

৫.
................................................মিগ-২১ এর নাম তো শুনেছেন। এবার দেখে নিন।

৬.
......................................... মিসাইল বহনকারী এ-৫ এ বিমান (চাইনিজ প্রোডাক্ট)

৭.
.........................................এগুলো তো দেখেই বুঝতে পারছেন। উপর থেকে ফেলা হয়...

৮.
............................................................কাঠের কাজটা সুন্দর লেগেছে।

৯.
......................................................পরের ছবিতে বিমানটি আছে


১০.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''এটি একটি বিশাল আকৃতির বিমান

১১.
----------------------আদর্শ পাঠক ব্যাঙ ( একটি থিমপার্ক এবং বোট ক্লাব নির্মাণের কাজ চলছে)

১২.
---------------------------------মঙ্গলে যাবার জন্য প্রস্তুত। কেউ একটু আগুনটা ধরায়ে দেন......

১৩.
...................................................... মঙ্গল যানের সামনের দিক

১৪.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''এম আই -৮ কমব্যাট হেলিকপ্টার। পর্দার ভেতরে প্রবেশেরও সুযোগ আছে


১৫.
.............................. পি -৩৫ এম রাডার (এটা দিয়ে ৩৭০ কি.মি. দূর থেকে বিমানকে পর্যবেক্ষণ করা যেত)

১৬.
.................................................হবেন নাকি ইতিহাসের স্বাক্ষী

১৭.
---------------------------------------------আমাদের গর্বের বলাকা

১৮.
--------------------------------ডলফিনের মাঝখান দিয়ে আইডিবি ভবন দেখা যাচ্ছে।


১৯.
-----এটা তাদের জন্য যারা পরস্পর যাদুগ্রস্থ হবার জন্য এই যাদুঘরে গিয়েছে। কাছেই চন্দ্রিমা থাকতে ওখানে যে কেন যায়......

২০.
---------------------------------------ঈগলের প্রতিকৃতিটা সুন্দর লেগেছে

২১.
---------------------------------- যারা বেড়াতে যাওয়া মানেই কেনাকাটা বোঝেন...

২২.
------------------------------মতিউর সহ বিমান বাহিনীর বীরদের প্রতি শ্রদ্ধা বাইরে ম্যুরালে

২৩.
---------------------------- আগামীকাল যাওয়া কিন্তু মানা। সময়সূচিও দিয়ে দিলাম।

সবান্ধব, সপরিবারে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে ঘুরে আসতে পারেন সময় করে। ক্ষুধা লেগে গেলে খাবার ক্যান্টিন ও আছে।
বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবের সাথে আপনিও অংশীদার হোন।
(কামরুন নাহার বীথি, সাদা মনের মানুষ এবং আরো কয়েকজন ব্লগারের ছবি ব্লগে অনুপ্রাণিত হয়ে প্রথম ছবি ব্লগের প্রচেষ্টা)

মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার পোস্ট। আপনার ফটোগ্রাফি ভালো লেগেছে। ভালো ছবির জন্য গুরুত্বপূর্ন সৃজনশীলতা, নান্দনিকতা সম্পর্কে নূন্যতম ধারনা। আপনার সেই সবই আছে।

সামনে এমন পোস্ট আরো চাই। শুভেচ্ছা জানবেন।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

ধমনী বলেছেন: প্রাণিত করার শাণিত মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় কাল্পনিক ভালোবাসা ভাই্।

২| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন: "বাংলার আকাশ রাখিব মুক্ত"

এই প্রতিজ্ঞায় উদ্দিপ্ত প্রিয় বিমান বাহিনীকে জানাই আমার সালাম। ছবি ব্লগ ভাল লেগেছে।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

ধমনী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫০

নিমগ্ন বলেছেন: যদিও জায়গাগুলো পরিচিত তবুও পোস্ট ভাল্লাগছে। +

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

ধমনী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪৫

ব্লগ সার্চম্যান বলেছেন: অসাধারন প্রতিটি ছবি যেন কথা বলছে । শুভেচ্ছা থাকল ।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

ধমনী বলেছেন: দেখতে গেলে আপনার সাথে কথা বলবে। ইতিহাসের স্বাক্ষী বলে কথা!

৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

অগ্নি সারথি বলেছেন: ভাল লাগল। তয় মিসাইল বহনকারী এ-৫ চাইনিজ প্রোডাক্ট নিয়া সন্দেহের মইধ্যে আছি। ঐডা কি আকাশে উড়বার পারে?

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

ধমনী বলেছেন: এখন হয়তো পারে না। এখন দর্শনের জন্যই। ওখানে লেখা ছিল - এটি ঘন্টায় ১২২৫ কি.মি. যেতে পারে এবং ১৫০০ কেজি ওজনের সমরাস্ত্র বহন করতে পারে।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: যাই যাই কোরেও যাও্য়া হোচচে না। :/

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

ধমনী বলেছেন: হুটহাট করে চলে গেলেই হবে একদিন।

৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার ! চমৎকার!!

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

ধমনী বলেছেন: ধন্য, ধন্যবাদ।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার !!! ১৮ নং ছবিটা তোলা খুব সুন্দর হয়েছে।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

ধমনী বলেছেন: ধন্যবাদ। বিকেলে তুললে এ ছবিটা ভালো হতো। সূর্যের বিপরীতে তোলায় অন্ধকার লাগছে।

৯| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ভালো লাগলো ।

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

ধমনী বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন: ছবিগুলো দেখে আনন্দ পাইলাম। :)

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

ধমনী বলেছেন: আপনার আনন্দে আমিও আনন্দিত।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

খোলা মনের কথা বলেছেন: আগে একবার গেছি আর আপনার পোষ্টে এখন ঘুরে আসলাম। ধন্যবাদ আপনাকে

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৬

ধমনী বলেছেন: ধন্যবাদ ভাই।

১২| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: খুব চমৎকার পোস্ট। আপনার ফটোগ্রাফি ভালো লেগেছে। সামনে এমন পোস্ট আরো চাই। শুভেচ্ছা রইল।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৭

ধমনী বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই। আপনাদের উৎসাহে একটু করে এগুচ্ছি।

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার ছবি ব্লগ। ছবিগুলো দেখে খুব ভালো লাগল

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৮

ধমনী বলেছেন: ধন্যবাদ রুদ্র ভাই।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০১

কামরুন নাহার বীথি বলেছেন: (কামরুন নাহার বীথি, সাদা মনের মানুষ এবং আরো কয়েকজন ব্লগারের ছবি ব্লগে অনুপ্রাণিত হয়ে প্রথম ছবি ব্লগের প্রচেষ্টা) ---------

আমার জন্য একটা টিকেট কেটে, একটা ফোনতো দিতে পারতেন!!!!
ঢাকার মধ্যেই ছিলামতো!!! :(

অসাধারণ ফটোব্লগ আপনার!!
আর এখন সেলফোন -এ যে ক্যামেরা থাকে, তা' যে কোন ক্যামেরাকে হার মানায়।
ছবির ফ্রেমিং দেখে মনে হয় না, আনাড়ি হাতের ক্লিক!!!
এক্কেবারেই পাকা হাতের ক্লিক!
এমন ফটোব্লগ আরো আরো চাই!!!!

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১২

ধমনী বলেছেন: একটা টিকেট কাটলে ভাইয়াতো মাইন্ড খাবে!
ধন্যবাদ আপু প্রেরণাদায়ক মন্তব্যের জন্য।

১৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ৫+।।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৩

ধমনী বলেছেন: এত্ত পিলাস রাখবো কনে?
ধন্যবাদ ভাই।

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

সুমন কর বলেছেন: চমৎকার ছবি ব্লগে ভালো লাগা রইলো।

** যাবো যাবো করে, যাওয়া হচ্ছে না। যেতে হবে।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৪

ধমনী বলেছেন: আমি আসলে বাসের জন্য অপেক্ষা করছিলাম ওখানে। হঠাৎ ভাবলাম কতক্ষণ আর লাগবে একটু ঘুরে যাই। আপনিও ঘুরে আসেন সময় করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.