নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধমনীর মাধ্যমে হৃৎপিন্ড থেকে বিশুদ্ধ ( অক্সিজেনসমৃদ্ধ) রক্ত সারা দেহে প্রবাহিত হয়।

ধমনী

ধমনী › বিস্তারিত পোস্টঃ

বাংলার আকাশ রাখিব মুক্ত (ছবি ব্লগ)

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯

আগারগাঁওয়ের বাংলাদেশ বিমান বাহিনী যাদুঘরে ঘুরতে গিয়েছিলাম। সাধারণ মানের মোবাইল ফোনের ক্যামেরায় কিছু ছবি তুলেছি। সেগুলো দিয়েই ছবি ব্লগ তৈরীর প্রচেষ্টা। আনাড়ি হাতের ক্লিক, ভালো কিছুর আশা করে হতাশ হবেন না।

১.
------------------------প্রথমেই নজর কাড়া প্রবেশদ্বার


২.
..................................... ঢুকে সোজা চলে গেলে হাতের বামে এ সুন্দর বিমানটি চোখে পড়বে

৩.
--------------------------------------মেলে দিয়েছে বিশাল ডানা

৪.
-------------------------------------------ওরে বাবা! আকাশের হাঙ্গর...

৫.
................................................মিগ-২১ এর নাম তো শুনেছেন। এবার দেখে নিন।

৬.
......................................... মিসাইল বহনকারী এ-৫ এ বিমান (চাইনিজ প্রোডাক্ট)

৭.
.........................................এগুলো তো দেখেই বুঝতে পারছেন। উপর থেকে ফেলা হয়...

৮.
............................................................কাঠের কাজটা সুন্দর লেগেছে।

৯.
......................................................পরের ছবিতে বিমানটি আছে

১০.
-----------------------------------------এটি একটি বিশাল আকৃতির বিমান

১১.
----------------------আদর্শ পাঠক ব্যাঙ ( একটি থিমপার্ক এবং বোট ক্লাব নির্মাণের কাজ চলছে)

১২.
---------------------------------মঙ্গলে যাবার জন্য প্রস্তুত। কেউ একটু আগুনটা ধরায়ে দেন......

১৩.
...................................................... মঙ্গল যানের সামনের দিক

১৪.
------------------------------এম আই -৮ কমব্যাট হেলিকপ্টার। পর্দার ভেতরে প্রবেশেরও সুযোগ আছে

১৫.
.............................. পি -৩৫ এম রাডার (এটা দিয়ে ৩৭০ কি.মি. দূর থেকে বিমানকে পর্যবেক্ষণ করা যেত)

১৬.
.................................................হবেন নাকি ইতিহাসের স্বাক্ষী

১৭.
---------------------------------------------আমাদের গর্বের বলাকা

১৮.
--------------------------------ডলফিনের মাঝখান দিয়ে আইডিবি ভবন দেখা যাচ্ছে।

১৯.
-----এটা তাদের জন্য যারা পরস্পর যাদুগ্রস্থ হবার জন্য এই যাদুঘরে গিয়েছে। কাছেই চন্দ্রিমা থাকতে ওখানে যে কেন যায়......

২০.
---------------------------------------ঈগলের প্রতিকৃতিটা সুন্দর লেগেছে

২১.
---------------------------------- যারা বেড়াতে যাওয়া মানেই কেনাকাটা বোঝেন......

২২.
------------------------------মতিউর সহ বিমান বাহিনীর বীরদের প্রতি শ্রদ্ধা বাইরে ম্যুরালে

২৩.
--------------------------- আগামীকাল যাওয়া কিন্তু মানা। সময়সূচিও দিয়ে দিলাম।
সবান্ধব, সপরিবারে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে ঘুরে আসতে পারেন সময় করে। ক্ষুধা লেগে গেলে খাবার ক্যান্টিন ও আছে।
বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবের সাথে আপনিও অংশীদার হোন।
(কামরুন নাহার বীথি, সাদা মনের মানুষ এবং আরো কয়েকজন ব্লগারের ছবি ব্লগে অনুপ্রাণিত হয়ে প্রথম ছবি ব্লগের প্রচেষ্টা)

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮

ফেরদৌসা রুহী বলেছেন: এই ছবিগুলি আমার কাছেও আছে, ভেবেছিলাম একসময় পোস্ট দিব, এখন দেখি আপনি আগে দিয়ে দিয়েছেন।

জায়গাটা আসলেই ভাল। বেড়ানোর জন্য এবং দেখার জন্য।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

ধমনী বলেছেন: আপনার ভাবনাটা হয়তো আমাকে তাড়িত করেছে। ধন্যবাদ রুহী আপা।

২| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ। তবে দেখা আছে।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

ধমনী বলেছেন: থিম পার্ক, বোট ক্লাব নির্মাণ হয়ে গেলে আরো জমে উঠবে জায়গাটা।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০০

কথাকাহন বলেছেন: ছবির সাথে আনন্দদায়ক মম্তব্যের জন্য পুরো পোস্টটাই দেখা হয়ে গেল। ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

ধমনী বলেছেন: ধন্যবাদ কথাকাহন

৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

রোকসানা লেইস বলেছেন: স্কুলের বাচ্চাদের এইসব যাদুঘরগুলোতে নিয়ে যাওয়া উচিত। ছোটবেলা থেকে কিভাবে একটি দেশের জন্ম হয়েছে, দেশ সম্পর্কে ধারনা গড়ে উঠবে তাদের মনে। শিশু পার্কের প্রতি যত আকর্ষণ মুক্তিযুদ্ধের যাদুঘরের প্রতি তত আকর্ষন নাই। সচেতনতা প্রয়োজন জাতিও ভাবে।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

ধমনী বলেছেন: দারুণ উপলব্ধি।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২

মুহাম্মদ গোলাম কিবরিয়া বলেছেন: ভালো লেগেছে... তবে এখনও যাওয়া হয়নি।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

ধমনী বলেছেন: ধন্যবাদ। সময় পেলে ঘুরে আসবেন।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

কোলড বলেছেন: all these plane/choppers are junk. Frankly, Bangladesh should not have airforce at all.

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

ধমনী বলেছেন: These must be Junk, as kept in the Museum !
Why Bangladesh Should not have??!!

৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

গোর্কি বলেছেন:
এখনও দেখা হয়ে ওঠে নি। সুন্দর ছবিগুলো দেখে অনুপ্রাণিত হলাম এবং দেখার আগ্রহ জাগলো। শেয়ারের জন্য ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

ধমনী বলেছেন: ধন্যবাদ জনাব গোর্কি।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

ফারুকে আজম বলেছেন: wonderful

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

ধমনী বলেছেন: Thank you.

৯| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

গেম চেঞ্জার বলেছেন: পোস্ট 2 বার আসছে......।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

ধমনী বলেছেন: হ্যা ভাই। নতুন ব্লগার তো! প্রথমবার পোস্ট করে আবার ড্রাফট করে ফেলেছিলাম। পরে আবার পোস্ট করেছি। শিখছি... দোয়া করবেন।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

রাতুল_শাহ বলেছেন: কখনও যাওয়া হয় নাই।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

ধমনী বলেছেন: ডিসেম্বরে গেলে হয়তো থিমপার্ক এবং বোট ক্লাবেও ঘুরতে পারবেন।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

আরজু পনি বলেছেন:

আমার কাছেও বেশ কিছু ছবির সংগ্রহ আছে । কখনো সময় পেলে শেয়ার করার আশা রাখি ...বিশেষ করে আপনার পোস্ট দেখে অনুপ্রাণিত হলাম ।

শিরোনামটা পছন্দ হয়েছে ।
কাঠের কাজটা সুন্দর, আমার নজরে পড়েনি ।
আর থিম পার্কটা দেখতে আবার যেতে হবে ।
শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ।
ভালো লাগা রইল ।

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

ধমনী বলেছেন: ধন্যবাদ আপু। থিমপার্কের বর্তমান কাজ দেখেই ভালো লেগেছে। নির্মাণ শেষ হলে আরো ভালো লাগবে।

১২| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৬

ধমনী বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৭

কোলড বলেছেন: "These must be Junk, as kept in the Museum ! Why Bangladesh Should not have??!!"
Take a look at the Bangladesh map and flight time of enemy plane from border to interior and considering Bangladesh has no AWACS, you will get the answer. Instead of these useless toy Bangladesh should invest money in maritime security/navy etc.

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

মেজদা বলেছেন: সুন্দর। খুব ভাল লাগলো। ধন্যবাদ

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

ধমনী বলেছেন: আপনাকেও ধন্যবাদ মেজদা।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০২

জুন বলেছেন: খুব ভালোলাগলো ছবিগুলো ধমনী। ছেলে যখন ছোট ছিল তখন এসব জায়গায় যাওয়া হতো প্রচুর।

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

ধমনী বলেছেন: এখন ছেলেই আপনাকে নিয়ে যাবে না হয়! মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৬| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

শামিম অমি বলেছেন: আমি গিয়েছিলাম সেপ্টেম্বর এ, খুব একটা গোছানো মনে হয় নি!

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

ধমনী বলেছেন: এখনও পুরোপুরি নির্মাণ কাজ শেষ হয়নি। শেষ হলে হয়তো গোছালো লাগবে।

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন: আপনি একাই গেলেন? আমাকে একটা ফোনও করলেন না !!!!

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

ধমনী বলেছেন: একা যাই নি। ওখানে শ'খানেক মানুষ ছিল ! :)
আপনাকে ফোন করলে হয়তো উত্তর আসতো- দুঃখিত! এই মূহুর্তে আপনার কাঙিক্ষত ব্যক্তির ফোন নাম্বার আপনার ফোনে পাওয়া যাচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর নাম্বার জেনে আবার ডায়াল করুন।

১৮| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৬

কামরুন নাহার বীথি বলেছেন: দুঃখিত! এই মূহুর্তে আপনার কাঙিক্ষত ব্যক্তির ফোন নাম্বার আপনার ফোনে পাওয়া যাচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর নাম্বার জেনে আবার ডায়াল করুন। ----

হা হা হা --------------- এই কন্ঠস্বরের মহিলার সাথে আর পারা গেল না !!!!!
যখন তখন এমন কথা বলবে!
আমার প্রিয় মানুষের সাথে আমি কথা বলব, আর সে কিনা বলে ," কিছুক্ষণ পরে ডায়াল করুন!!"
যত্তসব---------------------------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.