নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধমনীর মাধ্যমে হৃৎপিন্ড থেকে বিশুদ্ধ ( অক্সিজেনসমৃদ্ধ) রক্ত সারা দেহে প্রবাহিত হয়।

ধমনী

ধমনী › বিস্তারিত পোস্টঃ

জ্যামকাব্য

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮

-কেমন আছো?
-এই তো!
জ্যামে আছি, জীবনটা বেশ তো!
-জ্যাম, সে কি সুখ?
- অসুখ কী আছে তাতে
পথ চলি 'বিরতি'তে
নেই কোনো দুখ।
- সময় কিভাবে কাটে?
- এটা কোনো কোশ্চেন?
ফোনে আছে চার্জ, নেট
এইবার বুঝছেন?
- আর কোনো বিনোদন?
- হকারেরা আসে নিয়ে
খাবারের আয়োজন।
ডিম, চিপস, প্রাণ, কোলা
আরো আছে পপকর্ন
আমরা ভোজন প্রিয়
সত্যিই by born।
- সময়ের অপচয় হয় না?
- কে বলেছে অপচয়?
এইটা যে বিশ্রাম তার, যার
অকারণ ব্যস্ততা সয় না।
- তোমাদের সময়ের দাম নাই?
- উন্নত হয়ে যাবো এই ভয়ে
সময়ের দাম দিতে শিখি নাই।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪

কামরুননাহার কলি বলেছেন: বাহ সুন্দর তো । জ্যাম নিয়ে কবিতা।

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭

ধমনী বলেছেন: ধন্যবাদ।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

নিতাই পাল বলেছেন: জ্যাম নিয়ে ভালো লিখেছেন। ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইল।

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮

ধমনী বলেছেন: ধন্যবাদ আপনাকে। জ্যামমুক্ত শহর চাই

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৯

ধমনী বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো হয়েছে
উন্নত হয়ে যাব এই ভয়ে
সময়ের দাম দিতে শিখি নাই

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮

ধমনী বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: জ্যাম নিয়ে সুন্দর কবিতা ।
শুভেচ্ছা রইল ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

ধমনী বলেছেন: আমার পোস্টে আপনার আগমন! সত্যিই পুলকিত। কমেন্টের জন্য ধন্যবাদ।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

শামিম অমি বলেছেন: বাহ !

৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২

জাহেদুর রহিম লিটন বলেছেন: জ্যাম নিয়ে লিখা বাস্তবধর্মী সুন্দর এই কবিতাটি পড়ে সত্যিই ভালো লাগল।
এদেশের প্রত্যেকটি শহর জ্যাম মুক্ত হবে এই আশায়...

৮| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: যানজটে পড়ে প্রতিদিন কর্মক্ষম মানুষের কত যে কর্মঘন্টার অপচয় হচ্ছে তার একটা পরিসংখ্যান সরকারি পর্যায়ে প্রস্তুত করে প্রতিকারমূলক ব্যবস্থা নেয়া প্রয়োজন।
আমারও অনেক কবিতা রয়েছে যেগুলো যানজটে কিংবা গ্যাস ফিলীং স্টেশনের লাইনে আটকা পড়ে লিখেছি। এভাবে সময়ের কিছুটা সাশ্রয় হয়েছে।

৯| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: "বাই বর্ন" কথাটা অশুদ্ধ। "বাই বার্থ" শুদ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.