নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমার জন্য, প্রিয়তমা

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৫

শুধু তোমার জন্য, প্রিয়তমা
সরকারি কর্মকান্ডে দিয়েছি সমর্থন
করেছি ভালোবাসার বায়োমেট্রিক নিবন্ধন...

শুধু তোমার জন্য, প্রিয়তমা
হয়েছি ব্রেইন ওয়াশড্ সন্ত্রাসী
করেছি আত্নঘাতী প্রেম হামলা
তোমার নগরী কে করেছি আতঙ্কিত।।

শুধু তোমার জন্য, প্রিয়তমা
ভয়কে করেছি জয়
জংলী হাতির মত সীমান্ত করেছি পার
হিংস্র বাঘের বনে করেছি প্রবেশ।।

শুধু তোমার জন্য, প্রিয়তমা
করেছি অবরোধ ডেকেছি হরতাল
জারি করিয়েছি ১৪৪ ধারা
রাজপথ করেছি অগ্নিময় উত্তাল।।

শুধু তোমার জন্য, প্রিয়তমা
করিনি কোন পাবলিক নির্বাচন
তাই বলে ভেবনা আমাদের কেমিষ্ট্রি এরশাদ-রওশন।।

শুধু তোমার জন্য,প্রিয়তমা
চুরি হবার ভয়ে রিজার্ভকৃত ভালবাসা
বাংলাদেশ ব্যাংকে রাখিনি জমা,
জনতা ব্যাংকে করেছি ভালবাসার স্থায়ী সঞ্চয়..!!

শুধু তোমার জন্য, প্রিয়তমা
ব্রেক্সিটে দিয়েছি সৈরাচারী উষ্কানী
চালিয়েছি আমলাতান্ত্রীক ষরযন্ত্র
ব্রিটেন থেকে ইইউ কে করেছি বিভক্ত!!

শুধু তোমার জন্য, প্রিয়তমা
বিশ্ব রাজনীতিতে রেখেছি অবদান
হিলারীকে করেছি পুরো সমর্থন
ট্রাম্পের চালকে করেছি বানচাল!!

শুধু তোমার জন্য, প্রিয়তমা
প্রেমের আইনে করেছি সংশোধন
রেখেছি ধারার অসংখ্য সংযোজন.!!

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: প্রেমের কোনো আইন নেই...বিরাহের আছে আইন

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

ধ্রুবক আলো বলেছেন: যদি আইন প্রনয়ন করে তাই লেখা,,

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ,,

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন তো :)


শুধু তোমার জন্য প্রিয়তমা
কবিতাকে ভালবাসী
শুধু তোমার জন্য প্রিয়তমা
এই পোষ্টে লাইক দিয়েছি ;)
=p~ =p~ =p~ =p~

ভাল লাগল ++++++++++++

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩২

ধ্রুবক আলো বলেছেন: আমিও ভালোবাসি কবিতা,,,

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই...

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:


দারুণ কবিতা। কিন্তু বানানে কিছু ভুল আছে ঠিক করে নিন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫০

ধ্রুবক আলো বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,
আর বানান ঠিক করতেছি..,,,

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মেলা কষ্ট করেছেন! তো প্রিয়তমার মন কি পেয়েছেন?

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৩

ধ্রুবক আলো বলেছেন: মন তো পেলাম না শুধু কষ্ট করেই যাচ্ছি....

৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪

খায়রুল আহসান বলেছেন: প্রিয়তমার জন্য কত কিছুই তো করা যায়! আপনিও এত কিছু করেছেন জেনে ভাল লাগলো।

১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৭

ধ্রুবক আলো বলেছেন: এ আর এমনকি ভাই, অনেকে তো জীবনও দিয়ে ফেলে। সে যাক, এটা আসলে সরকারি কিছু উল্টাপাল্টা কাজের প্রতিবাদে লিখেছিলাম।

অনেক পুরোনো একটা লেখায় মন্তব্য রেখে গেলেন খুব ভালো লাগলো। কৃতজ্ঞতা জানেবন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.