নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“সত্য সমাগত, মিথ্যা অপসারিত , আর মিথ্যার পতন অবিসম্ভাবী।”

Dialectic

বি এস এস (অনার্স) এম এস এস, ঢাকা বিশ্ববিদ্যালয়

Dialectic › বিস্তারিত পোস্টঃ

*তাবলীগের ভাইদের কালেমার দাওয়াতে তাগুতি শক্তি ভয় পায়না কেন ?

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৬

*তাবলীগের ভাইদের কালেমার দাওয়াতে তাগুতি শক্তি ভয় পায়না কেন ?

তাবলীগ অর্থ কিছু ভাল কথা ও কাজ মানুষকে শুনিয়ে দেয়া, ভালো কাজের উপদেশ দেয়া এবং মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য সাধারনভাবে আবেদন জানানো। কোন ব্যক্তিকে ভাল কাজের উপদেশ দিলে এবং মন্দ কাজ থেকে বিরত থাকার নসিহত করলে তার রাগান্বিত অথবা অসন্তুষ্ট হওয়ার কথা নয়। বরং এ ধরনের হয়। কিন্তু কালেমার অর্থ হচ্ছে, সমাজের বুক থেকে মন্দ কাজ, অনাচার, অশ্লীলতা প্রভৃতির মূলোৎপাটন করে সৎ কাজের প্রতিষ্ঠা করা ।

যদি দশ বিশ হাজার লোকের সমাবেশে উদাত্ত কন্ঠে বলা হয়, আপনারা সৎকাজ করুন এবং মন্দ কাজ থেকে বিরত থাকুন, তাহলে হয়তো এর সুফল কিছুটা হতেও পারে। কিন্তু কোন প্রতিক্রিয়াশীল শক্তি এতে মাথা চাড়া দিয়ে উঠবে না। তবে যদি বলা হয় “ আসুন আমরা একতাবদ্ধ হই এবং সমাজে যা কিছু ভাল তার প্রতিষ্ঠা করি এবং যা কিছু মন্দ তার মূলোৎপাটন করি” তখন দেখা যাবে যে, একটি প্রতিক্রিয়াশীল শক্তি আপনার এ আন্দোলনকে রুখে দাড়ানোর জন্য বদ্ধ পরিকর হয়েছে । এই আন্দোলনই ছিল নবী-রসূলদের কাজ

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.