![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি আসলে কি? বিএনপি ছিল জামাতের ছদ্মবেশ বা মুখোশ। মুখোশটা খুলে গিয়েছে।
প্রশ্ন হচ্ছে- তাতে লাভ হয়েছে, না লস হয়েছে।
মানুষ যখন কোন একটি ছদ্মবেশ ধারণ করে, তখন ঐ ছদ্মবেশের কথামতও তাকে চলতে হয়; অর্থাৎ বিএনপি থাকার ফলে অনেক ধাপ্পাবাজ, লুটেরা ব্যবসায়ী, মারাত্মক রক্ষণশীল, গোঁড়া-মৌলবাদী, পাকিস্তানপন্থী, সাম্প্রদায়িক কুটবুদ্ধি সম্পন্ন লোক মধ্যপন্থী আচরণ করতে বাধ্য হত।
কী করবে এরা এখন?
বিএনপি সবদিক থেকে ব্যর্থ হওয়ায় এখন কী হতে পারে-
১। কিছু লোক নীরব হবে; ২। কিছু আওয়ামী লীগেও ঢুকে পড়বে; ৩। কিছু লোক ধ্বংসাত্মক হয়ে উঠবে।
একটা বিষয় পরিস্কার হওয়া দরকার- ধরা যাক বিএনপি নেই,
এখন আওয়ামী লীগ বনাম জামাত যদি নির্বাচন হয় তাহলে কারা জিতবে?
জামাত জেতার সম্ভাবনা বেশি। কী মনে হয়?
অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ মানুষ পাকিস্তানপন্থী এবং অন্য সকল উন্নয়ন এবং নৈতিকতার চেয়ে সাম্প্রদায়িক পরিচয় নিয়ে থাকতে তারা বেশি আগ্রহী। গ্রেনেড-বোমায় তাদের ভয় নেই, ভয় পায় মৃত্যু পরবর্তী দোজখের ইশারায়।
এই অবস্থায়ও যারা গণতন্ত্রের কথা বলছেন, তারা আসলে কি চাচ্ছেন? হয় নিয়ন্ত্রণ, না হয় শরীয়া শাসন; কোনটা চান?
©somewhere in net ltd.