![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক নাস্তিক বন্ধুর কথা বলছি-
* প্রতি বছর সে রমজান মাসে প্রতিদিন কমপক্ষে একজন পথশিশুকে ইফতার করায়;
* প্রতি বছর ঈদে সে সাধ্যমত পথ শিশুদের জামা কাপড় দেয়।
এক আস্তিক বন্ধুর কথা বলছি-
সে মনে করে পথ শিশুদের মহান আল্লাহ্ পথ শিশু বানিয়ে পাঠিয়েছে, অতএব তাদের দিকে তাকানোর প্রয়োজন নেই। ও দায়িত্ব আল্লাহর।
এই বন্ধুটিই আবার সমকামীদের বেলায় মনে করে সমকামিতা প্রাকৃতিক নয় এবং অনৈতিক। এ বেলায় সে মনে করল না যে, আল্লাহ্ সমকামীদের সমকামী বানিয়ে পাঠিয়েছে। হল কিছু?
২| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৪৪
নুর ইসলাম রফিক বলেছেন: লেখার ভাবটা ঠিক বুঝতে পারলাম না।
৩| ৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৩
নীল আকাশ বলেছেন: উল্টা পাল্টা লিখবেন না। "এক নাস্তিক বন্ধু প্রতি বছর সে রমজান মাসে প্রতিদিন কমপক্ষে একজন পথশিশুকে ইফতার করায়, প্রতি বছর ঈদে সে সাধ্যমত পথ শিশুদের জামা কাপড় দেয়।"। এটা ফালতু কারন একজন নাস্তিক রমজান, ঈদে আর ইফতার তো বিশ্ষাস করে না। তাহলে সে সেটা কেন করে ?
DO NOT TRY TO CONFUSE OTHERS WHEN YOU ARE ALREADY CONFUSED.
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৪২
ফ্রিঞ্জ বলেছেন: স্বাভাবিক।