![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতদিনে বুঝতে পেরেছো তো যে, শুধু প্রগতিশীল হলে হপে না? গতিশীল হতে হবে। মনটা শুধু মুক্ত হল হবে? ‘দেহ’ মুক্ত করতে হবে না। অর্থনৈতিক ব্যবস্থার দখল নিতে হবে। সোহরাওয়ার্দী উদ্যান গেটের চায়ের দোকান থাকতে হবে, ফার্মগেটে কোচিং সেন্টার থাকতে হবে, গুলিস্তানের ফুটপথে চোরাই স্যান্ডেলের দোকান থাকতে হবে, তালি মারা হলেও সদরঘাটে লঞ্চ থাকতে হবে, সায়েদাবাদে উপরে ফিটফাট বাস থাকতে হবে, আশুলিয়ায় গার্মন্টস্ থাকতে হবে, গুলসানে সাউথ/মাউথ বিশ্ববিদ্যালয় থাকতে হবে, দুএকটা প্রথম আলো থাকতে হবে, বিডিটুডে.নেট থকতে হবে। বিভিন্ন ধরনের মালিক সমিতির সভাপাতি, সম্পাদক হতে হবে। আমলা কেনার মত পয়শা থাকতে হবে। মাঝে মাঝে ‘আল কায়েদা/আইএস’ বানাতে হবে। পারবা মুক্তমনারা? এইসব না পারলে চুপ যাও? তুমি না হলেও তোমার বউ, তোমার বউ না হলেও তুমি, অথবা তোমার ছেলে মেয়ে- তোমারই কেউ না কেউ প্রকারন্তরে ওদেরই ক্রীড়নক। কাকে নিয়ে তুমি আন্দোলন করো? কার পয়শায় তুমি আন্দোলন করো? অন্যের মঞ্চে নিজের গান গাওয়া যায়? দেশের ‘মঞ্চগুলো’ সব ওদের, কারণ দেশের পুরো অর্থনৈতিক ব্যবস্থাটা ওদেরই দখলে; সে আওয়ামীলীগের ছদ্মবেশে হোক আর বিএনপির ছদ্মবেশেই হোক।
২| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৩৯
সোহাইল বিন জয়নুল বলেছেন: সহমত,,,,,,,,,,,,,,,,,,,
৩| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৩
আহমেদ জী এস বলেছেন: দিব্যেন্দু দ্বীপ ,
এটুকু ঠিক বলেছেন - মুক্তমনা হলেই হবেনা , গতিশীল হতে হবে ।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৫ সকাল ৭:১৭
তারেক সালমান জাবেদ বলেছেন: সঠিক,সহমত দিলাম