![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুথ জুয়েলারি…….!
নাক, কান, গলায় জুয়েলারি হরহামেশাই পড়ছেন। দাঁত আর বাকি থাকবে ক্যান! আমাদের দেশে অনেক লোক দাঁতের চিকিৎসা পায়না,অন্যদিকে উন্নত বিশ্বে দাঁতে জুয়েলারি বসাতে ডাক্তারের কাছে ভিড় করে। তবে এটি যার যার রুচির ব্যাপার। আমাদের দেশেও এ ফ্যাশনটি শুরু হয়েছে। আসুন দেখি জিনিসটা কি!
এটি জেমস, ক্রিস্টাল, গোল্ড বা ডায়মন্ডের হতে পারে। হার্ট, স্টার যেকোনো ধরনের হতে পারে, চাহিদা অনুসারে যেকোনও আকৃতির তৈরি করে দেয়া যায়।এ ফ্যাশনটি আমেরিকায় টপ মোস্ট ফ্যাশনে পরিণীত হয়েছে। জুয়েলারি বসানোর পদ্ধতিটি একদমই ব্যাথা মুক্ত, এতে দাঁত কাটার কোনও প্রয়োজন হয়না। এটি অস্থায়ী খুলে রাখা যায় এবং পরবর্তীতে ব্যাবহার করা যায়, তবে নিজে নিজে এটি চেষ্টা করবেননা।
টুথ ট্যাটু...............!
শরীরের সবখানে ট্যাটু করাতে পারেন, আর দাঁতে হবেনা......। এটিও সম্ভব। যেকোনো ট্যাটু আপনি লাগাতে পারেন। তবে এতে ডেন্টাল ড্রিলের মাধ্যমে দাঁত ক্ষয় করতে হয়। পরবর্তীতে দাঁতের ছাপ নিয়ে ল্যাবে ট্যাটুটি তৈরি করার পর দাঁতে বসানো হয়।
টুথ পিয়ারসিং............।
দাঁত ফুটা কইরা রিং বসানো। এটি না করলে কি হয়!
বর্তমানে ‘টুথ জুয়েলারি’ বেশ জনপ্রিয়। কারণ এটি ব্যাথা মুক্ত পদ্ধতিতে বসানো হয় এবং ইনফেকশন হওয়ার সুযোগ নেই।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪
ডাঃ মারজান বলেছেন: ধন্যবাদ।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০২
ধমনী বলেছেন: বিষয়টা অদ্ভূত। তবে যতটুকু বুঝি, শরীয়াহ বা বিবেক কোনটাই এসব ফ্যাশনকে সমর্থন করে না।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩
ডাঃ মারজান বলেছেন: বিষয়টা আসলেই অদ্ভূত। তবে বাংলাদেশে হচ্ছে। ধন্যবাদ।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
সুমন কর বলেছেন: বিচিত্র ফ্যাশন !!!! আমার কাছে ভালো লাগেনি।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২০
ডাঃ মারজান বলেছেন: পোষ্টটা শুধুমাত্র নতুন জিনিস জানানোর জন্য। ধন্যবাদ।
৪| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:২২
দৃষ্টিসীমানা বলেছেন: প্রিয়তে নিলাম ,আমার এক সন্তান এ-বিষয়ে পড়ছে তার কাজে লাগতে পারে ।আপনাকে ধন্যবাদ সুন্দর পোষ্ট দেয়ার জন্য ।
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৮
ডাঃ মারজান বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনার ডাক্তার সন্তানের জন্য শুভেচছা রইল।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩
ঢাকাবাসী বলেছেন: দারুন জিনিস দেখালেন! খুব ভাল লাগল্