![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ক্যাসপার,
কেমন আছ তুমি? অনেক অনেক ভালোবাসা নিও। তুমি আমাকে চিনবে না, অবশ্য চেনার কথা না। তোমার সাথে যে কখনও দেখা হয়নি। আমি তোমার অনেক দূরের এক বন্ধু হই। দূরের কেন বললাম জানো? আমি যে তোমার কাছে যাইনি। তুমি যখন অসুস্থ হলে, হাসপাতালে ভর্তি হলে; তখনও তোমাকে দেখতে যাইনি। শুধু দূর থেকে কান পেতে ছিলাম তোমার সুস্থ হওয়ার খবর জানার জন্য।
আচ্ছা তুমি যেখানে আছ, সেখানটা কেমন? শুনেছি জায়গাটা খুব সুন্দর। পানির রঙটা নাকি টলটলে নীল, হালকা হালকা মিষ্টি মিষ্টি বাতাস, পাখি গুলা সারাক্ষণ কিচির মিচির করছে।শুনেছি ওখানকার পাখি গুলো নাকি কথা বলতে পারে। সত্যি? তুমি আর বন্ধুরা নিশ্চয়ই অনেক মজা করছ। ইস! আমারও তোমার কাছে চলে আসতে ইচ্ছে করছে। আচ্ছা একদিন আসব।
তোমরাতো সারদিন খেলো তাইনা! ভারী মজা! কিন্তু আমি যে খেলতেই পারিনা, আমি বসে বসে তোমাদের খেলা দেখব।
তুমি জানো আমরা যারা তোমার বন্ধু তোমাকে অনেক অনেক মিস করি। তোমাকে আমরা প্রতিদিনই দেখি, একটা মস্ত বড় উজ্জ্বল চাঁদ মামা প্রতিদিন তোমার কথা আমাদের বলে যায়। আকাশে যখন অনেক গুলো তারা জ্বলে, আমি জানি তুমি আলো হয়ে আমাদের গালে চুমু দাও। যখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে, তখন তোমার নরম স্পর্শ আমরা পাই।
জানো বাবা-মা তোমাকে অনেক মিস করে। একটু বকে দিও। তুমি তো তাদের মাঝেই আছো। তবে কেনো ওরা মন খারাপ করে।
আমরা বন্ধুরা তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমার জন্য অনেক গুলা লাভ বার্ড পাঠিয়ে দিলাম। ওদের যত্ন নিও কেমন? একদিন তোমার কাছে আসব সবাই। অনেক অনেক ভালোবাসা নিও।
ইতি
তোমার বন্ধুরা
[ লেখাটি যখন লিখছিলাম। মনের অজান্তে এক ফোঁটা অশ্রু ঝরে পড়েছিলো। কে বলে ক্যাসপার হারিয়ে গেছে! আমি হয়ত অনেক দূরের কেউ হতে পারি। কিন্তু আমার ভালোবাসায় সে বেঁচে থাকবে চিরকাল। আমার মত হয়ত অনেকেই আছেন যারা ক্যাসপারকে ভালোবাসেন।]
ক্যাসপারের ছবি আমার কাছে নেই, এই ছবিটি "সাদা মনের মানুষ" এর ব্লগ থেকে নেয়া।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮
ডাঃ মারজান বলেছেন: আপনার ঐ পোস্টটি আমি পড়ে ছিলাম। মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। আজকে আবার পড়লাম।
ভালো থেকো ক্যাসপার
২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯
প্রামানিক বলেছেন: দুঃখজনক ঘটনা।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
আমিনুর রহমান বলেছেন:
ক্যাসপার যেখানে থাকুক ভালো থাকুক।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১১
আলোরিকা বলেছেন: ক্যাসপার মানে সাদা ভূত আমার প্রিয় কার্টুন চরিত্রগুলোর একটি । এ নামের মিষ্টি বাবাটির সাথে পরিচয় হল তার অসুস্থতার খবরের মাধ্যমে । বাবাটা আমার ছেলের বয়সী , মন খুবই খারাপ হল । প্রতিদিন তার আপডেট নিতাম । কেন যেন মনে বিশ্বাস জন্মেছিল , আমাদের সবার ভালবাসায় বাবাটা আমাদের আবার সুস্থ হয়ে উঠবে , বাবার সাথে আবার পাহাড়ে যাবে । যেদিন একটু সুস্থতার কথা শুনলাম – মন প্রশান্তিতে ভরে গেল । সম্ভবত পরের দিনই তো সব শেষ হয়ে গেল । এই ছোট্ট জীবনে কেন এত কষ্ট ? ভাল থেকো সাদা ভূত । আল্লাহ্ তোমার বাবা – মাকে এ কষ্ট সহ্য করার ক্ষমতা দিন ।অনেক ভালবাসা ।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৮
ডাঃ মারজান বলেছেন: আল্লাহ আপনাদের দোয়া কবুল করুন। আমিন।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১০
ব্লগার হলুদ হিমু বলেছেন: কালপুরুষ অপুদার সাথে কথা হলো কয়েদিন আগে। যা বুঝলাম তার ছেলে হারানোর কষ্টের ভাগ নেওয়ার ক্ষমতা আমাদের নেই।
০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪
ডাঃ মারজান বলেছেন: সত্যিই নেই ভাই।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২০
এস কাজী বলেছেন: ভাই পোলাডার কথা আবার মনে করায়া দিলেন। খারাপ লাগলো
যাইহোক আপনেরে মনে কইরা খলিল ভাইয়ের আপডেট দিলাম। দেইখা আইসেন
০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩
ডাঃ মারজান বলেছেন: ভাই পড়ে আসলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: ক্যাসপারের কথা মনে পড়লে ভীষন কষ্ট হয়। আল্লাহ ওকে জান্নাত দান করুন।
১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
ডাঃ মারজান বলেছেন: আমিন।
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩১
গেম চেঞ্জার বলেছেন: এই এক ক্যাসপার নয় রে ভাই, অগণিত ক্যাসপারের ট্রাজ্যাডি ঘটে চলেছে দুনিয়ার প্রান্তে প্রান্তে.......
(ঘুরে গেলাম আপনার ব্লগবাড়ি। আশা করি ব্যস্ততা কাটবে শিগগিরই)
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাদমান ক্যাসপার ক্ষমা করো! আমরা বড় বেশী অন্তর্মূখী!!! এই অভিমানেই কি আমাদের ছেড়ে গেলে!!! যেখানেই থাক ভাল থেকো!!
ক্যাসপারকে হারানো পর আমার ক্ষমা প্রার্থনায় লেখা...
ক্যাসপার! ভাল থেকো!