![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্চয়ই স্টার প্লাস দেখেন বা ডিশ, ইন্টারনেটের কল্যাণে হিন্দি ছবি তো মনেহয় দেখা হয়। এতে দেখবেন অভিনেত্রীরা কি সুন্দর ঝক ঝকে সাদা দাঁত দেখিয়ে হাসছেন। আপনার কি একবারও মনে হয় না, ইশ! আমার দাঁত গুলি যদি এরকম দুধ সাদা হতো! এর উপায় কি?
একে বলে টুথ হোয়াইটেনিং বা দাঁত সাদা করা। হলিউড থেকে বলিউড পর্যন্ত প্রায় সব তারকারাই এটা করে থাকেন। আপনি সারা জীবন দাঁত ব্রাশ বা কোনও টুথ পেস্টের মাধ্যমে দাঁত এতো সাদা করতে পারবেননা।
অনেকের দাঁতে দেখা যায় হলদেটে ভাব, কালো কালো দাগ। আবার অনেকের দাঁত পরিস্কার কিন্তু হলদে ভাবটা থেকেই যায়। এটি টুথ হোয়াইটেনিং এর মাধ্যমে দূর করা যায়।
আসুন জেনে নেই টুথ হোয়াইটেনিং কি?
এ পদ্ধতিতে দাঁতে কয়েক ধরণের কেমিক্যাল ব্যাবহার করা হয় এবং নির্দিষ্ট মাত্রায় কিউরিং বা লেজার রশ্মি দাঁতের ওপর ব্যাবহার করা হয়। এটি ব্যাবহারের পূর্বে স্কেলিং বা পলিশিং (দাঁত এর দাগ দূর করার একটি পদ্ধতি। এ সম্পর্কে পরবর্তীতে পোস্ট দেয়া হবে ইনসা-আল্লাহ) এর মাধ্যমে দাঁতের কালো দাগ দূর করা হয়।
দুই বা তিন ভিসিটে এটি সম্পন্ন করা ভালো।
স্থায়িত্বঃ
যদি চা, কফি, পান-সুপারি, পরিহার করতে পারেন এবং সঠিক ভাবে ব্রাশ করেন তাহলে এক বছরের অধিক সময় আপনার দাঁত ধব ধবে সাদা থাকবে ইনসা-আল্লাহ।
সতর্কতাঃ
এ পধতিটি সঠিকভাবে সম্পন্ন করতে একজন দক্ষ ডাক্তার এবং উন্নতমানের ইকুইপমেন্টের প্রয়োজন। এর অনিয়ন্ত্রিত ব্যাবহারে আপনার দাঁতে ব্যাথা বা শির শির করতে পারে। তাই হাতুড়ে ডাক্তার হতে সাবধান।
BDS ব্যাতিত কেউ দাঁতের ডাক্তার নয়।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩
ডাঃ মারজান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
ধমনী বলেছেন: এতে দাতের দীর্ঘমেয়াদি ক্ষতি হয় না তো?
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
ডাঃ মারজান বলেছেন: না সঠিক ভাবে করলে দাঁতের কোনও ক্ষতি হয়না। অনেক অনেক ধন্যবাদ।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
সুমন কর বলেছেন: জানলাম !!
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬
ডাঃ মারজান বলেছেন: আপনাকে জানাতে পেরে ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
নিমগ্ন বলেছেন: ভালো পোস্ট।