নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ শয়ন

প্রতিনিয়ত বুনে চলেছি স্বপ্নের বীজ,,,,,

স্বপ্নবাজ শয়ন › বিস্তারিত পোস্টঃ

বাঘ বাঘ বাঘ,,, !!! শাহবাগে এখন বাসের হর্ন নায়,, শধু বাঘের গর্জন ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৫

শাহবাগ এখন বাঘ বাঘীনির দখলে । রাজাকারদের রক্ত পানের নেশাই মত্ত । বাঘের গর্জন এখন শুধু শাহবাগেই না, সারা বাংলায় ছড়িয়ে পরেছে । সারারাত গর্জন করে ক্লান্ত হয়ে গ্যাছি, একটু আগেই মেস এ ফিরলাম । সামান্য শারিরিক অসু্স্থতা এবং ব্যাস্ততার কারনে দিনে যেতে পারিনি, এজন্য রাতটা শাহবাগেই কাটিয়ে এলাম । আমাদের যেসব বাঘ ভায়েরা প্র্রথম গর্জন শুরু করেছেন এবং এখন পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন,তাদের স্যালুট । ৭১ এর বীর ছিলেন ৭ জন, আপনারা ১৩র বীর ।



যুদ্ধের গল্প শুনলে অথবা যুদ্ধের সিনেমা দেখলে মাঝে মাঝে মনে হত,ইস যদি ৭১ এর যুদ্ধ করতে পারতাম !! এখন আর আফসোস হবেনা । ১৩ যুদ্ধে সামিল হয়েছি, সত্যিই অনেক বড় পাওয়া। শোন সব মুক্তিযোদ্ধারা, তোমাদের হাত থেকে বেচে যাওয়া শত্রুদের এবার আর বাচতে দিবো না । যারা শহিদ হয়েছো, নিশ্চিন্তে ঘুমাও, আর যারা বেচে আছো, ভেবোনা, আমরা তোমাদেরই রক্ত । তোমরা মেরেছো রাইফেল বেনোয়েট এ, আমরা ঝুলাবো ফাসিতে । এবং ঝুলাবো্ই ঝুলাবো । কসম বলছি, না ঝূলানো অব্দি যুদ্ধ চলবে ।





আমার মনের বানানো কিছু গর্জন। শাহবাগের বাঘেদের গলায় একটা গর্জন হুংকার দিলে নিজেকে আরো বেশি সোভাগ্যবান মনে হবে । তবুও আমি সোভাগ্যবান । যদি বেচে থাকি ,,বুড়া হয়ে গেলে নাতি নাতনিকে ১৩ যুদ্ধের সার্থক গল্প শোনাতে পারবো ইনশাহআল্লাহ,,,



উড়ছে পাখি দিচ্ছে ডাক

রাজাকার নিপাত যাক ।



বাঘ এলো রে বাঘ এলো

রাজাকারেরা সব কই গেলো ।



৭১ এর রাজাকার

পুরিয়ে করবো ছারখার।



বাংলার সব বাঘ বাঘিনী

রক্ত চাই,কাদের সাকা নিজামীর



ধন্যবাদ । গর্জন করতে থাকুন,,,









মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গর্জন করতে থাকুন,,,

+++++++++++

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩

ইনফাইনাইট বলেছেন: গতকাল গেছিলাম আজও যাব।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১২

রাফা বলেছেন: আপনার অনুভুতির প্রতি শ্রদ্ধা।

রণ হুংকারে গর্জে উঠুক বাংলার ব্যাঘ্র ও বাঘিনি-রা।

ধন্যবাদ,স্ব.শয়ন।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

শুক তারা বলেছেন: বাংলার সব বাঘ বাঘিনী
রক্ত চাই,কাদের সাকা নিজামীর [/sb
অসাধারণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.