![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে ছিলো বাড়ি যাবো । অনেকদিন হলো বাড়িতে যাওয়া হয়না । বাড়ি সাথেই চলছে জমজমাট এতিহ্যবাহি কালিপুজার মেলা । মন কে স্থির করতে পারছিনা । ভাবছি যাবো, ভাবছি যাবোনা । মন আর বিবেক এর যুদ্ধ চলছে । বিবেক টেনে নিয়ে যাচ্ছে শাহবাগে, আর মন চাই বাড়ি । মনকে অনেক প্রাধান্য দিয়েছি । এবার বিবেক কে প্রাধান্য দেয়া উচিত । দেশ বলে কথা । কাল সারারাত কাটিয়েছি শাহবাগেই । দুপুরে ঘুম থেকে উঠেই বাজে একটা ব্যাপার মুঠোফোনে ভেসে এলো । আমার এক্স্ গার্লফ্রেন্ড হাসব্যান্ড নিয়ে বসে আছে ধানমন্ডি লেক এ । ভাতিজা রাসেল ফোন করে বলল, বাপ তুই আয়,,তুই আসলেই ওদের অপমান করবো । কিছুসময় ভেবে সিদ্ধান্ত নিলাম যাওয়া উচিত হবেনা । কারন ভাতিজা আমার পুরাই উরাধুরা । কি করতে কি করে বসে ঠিক নেই । যাহোক ওরা চলে যাওয়ার পর লেক এ ভাতিজার সাথে কিছু সময় আড্ডা দিয়ে বাসায় এসে সন্ধ্যায় লান্চ করলাম। শরির এর উপর কিছুদিন অনেক অত্যাচার চলছে । এইমাত্র বন্ধু রবিন শাহবাগ থেকে ফোন করে বলল,
-,বন্ধু শাহবাগে ব্যাপক অবস্থা । আজ রাতও শাহবাগেই কাটবো
- আবার কয়,,,,
হ্যা আজ রাতও শাহবাগ চত্বর..রাতভর চলবে গর্জন ।
কে কে থাকবেন,,? দেখা হবে ...হবে গর্জন....একসাথে,,,
অনেক হয়েছে আর না...
ফাসি তোদের শেষ ঠিকানা,,,,
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
স্বপ্নবাজ শয়ন বলেছেন: আন্দোলন চলছে, চলবে,,,,
ধন্যবাদ
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
হাবিব০৪২০০২ বলেছেন: শাহবাগ চত্বর..রাতভর চলবে গর্জন
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
আজও আমি একা বলেছেন: .রাতভর চলবে ..গানজার আসর
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
বন্ধুবর বলেছেন: গাজা থাকলে আমি ও আসবো...সত্যি করে বল গাজা আছে......একটু দাড়া প্যান্টটা পরে নি...........
৬| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪
আজও আমি একা বলেছেন: kare bojan araa tu ondoo (govt.+ ligue
)@Kanna hasi
৭| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪
ডেনজারাসবয় বলেছেন: আনন্দলন চলছে চলবে । তবে ২টা ছাগু প্রচুর ল্যাদাইতাছে । এডিরে খুয়ারে গুয়ের লগে নিক্ষেপ করা হোক ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
মোঃ_হাসান_আরিফ বলেছেন: ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু : শাহবাগে আন্দোলন চলছে
Click This Link