![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ এ গনজাগরণের খবর যেদিন প্রথম শুনতে পাই, মনে অন্যরকম এক ভালোলাগা কাজ করেছিলো । আরো বেশি খুশি হয়েছিলাম এটা ভে্বে যে ব্লগার দের উদ্যেগে এটা শুরু হয় । প্রথম দিকে বেশ কিছুদিন গিয়েছিলাম । দুই রাত কাটিয়েছি আন্দোলন এ । কিন্তু কিছুদিন পরেই জরুরি কাজে বাড়ি চলে যেতে হয় । বাড়িতে গিয়ে এলাকার বন্ধুবান্ধব দের কে শাহবাগের কথা বলেছিলাম । কেউ কেউ বাহবাহ দিয়েছে,,, , কেউ বলেছে এসব নাকি আওয়ামিলীগ এর কারসাজি । ওদের সাথে তর্ক করেছি । বলেছি , নাহ,,এটা সম্পুর্ন নিরপেক্ষ । এমনি মনে হয়েছিলো ওখানে প্রথম কিছুদিন গিয়ে । বন্ধুদেরকে জোর গলায় বলেছিলাম, তাদের মধ্যে একজন আজ আমাকে অনেক কথা শোনাইলো । মাথা নিচু করে থাকা ছাড়া কিছু বলতে পারিনি । একটা কথা শুধু বলেছি, যারাই হউক, দাবিতো একটাই, যু্দ্ধপরাধিদের ফাসি । কিন্তু এই কথার বিপক্ষে আরো কিছু কথা শুনতে হইলো, যার উত্তর আামার জানা নেই ।
সত্যিই কি শাহবাগ আন্দোলন ইন্ডিয়া লিড দিচ্ছে ? শাহবাগ কি এখন সম্পুর্ণ সরকার নিয়ন্ত্রিত ?
গত নির্বাচনে আমার প্রথম ভোট ছিলো । কোন দলকেই পছন্দ ছিলোনা, বা এখনো নেই । দিয়েছিলাম না ভোট । শাহবাগ এর আন্দোলন দেখে খুশি হয়েছিলাম কারন সাপর্ট করার মত কিছু পেয়েছিলাম । কিন্তু ,,,,,,,,,,,,
আমাদের দেশে হবে সেই দল কবে
কথাই না বড় হয়ে, কাজে বড় হবে ।
জয় বাংলা
২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮
M R Rana বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার চাই। যুদ্ধাপরাধীদের বিচার চাই। যুদ্ধাপরাধীদের বিচার চাই।
৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৯
পুশকিন বলেছেন: মদন বলেছেন: গল্প সুন্দর হয়েছে
৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪
সুইট টর্চার বলেছেন: তুমি একটা ভাদা এটা এত ইনিয়ে বিনিয়ে বলার দরকার কি ? শুধু এটুকু লিখলেই হত "জয়.................
৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫
সমকালের গান বলেছেন: আমি মনে করি শাহবাগ কখনো নিরপেক্ষ ছিল না। শাহবাগ ছিল মুক্তিযুদ্ধের পক্ষের। অন্য কোন পক্ষের না। এখানে আওয়ামী বিএনপির বিষয় ছিলনা। বিএনপিই একে আওয়ামী করার চেষ্টা করছে। বিএনপির লোকরা এখনো গিয়ে শাহবাগে যোগ দিক। যদি শাহবাগীরা তাদের গ্রহন না করে তাহলে মানব যে শাহবাগ আওয়ামী লীগের।
আমি মনে করি যে কোন মুল্যে যুদ্ধাপরাধীদের বিচার এখনই হতে হবে। যেকোন মুল্যে জামাতও এখনই নিষিদ্ধ হতে হবে।
সারা পৃথিবীতে যুদ্ধাপরাধীরা রাজনীতি করার অধিকার পায়নি। আমরা দেরীতে হলেও তাই করতে হবে এবং এখনই।
জয় বাংলা।
৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৬
মামুণ বলেছেন: আজাইরা ।
৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮
ফজলে রাব্বী চিৎকার বলেছেন: প্রশ্ন হচ্ছে আপনি যুদ্ধাপরাধিদের বিচার চান তো???
যদি এই প্রশ্নের উত্তর জানা থাকে,তাহলে সব প্রশ্নের উত্তর ই জানা থাকার কথা।
শাহবাগে যুদ্ধাপরাধিদের বিচার চাওয়া হচ্ছে,এইটাই কি আসল না???
আগে নিজেকে আয়নায় দেখুন,তারপর অন্যের দিকে আঙ্গুল তুলুন।
৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১
ইনফাইনাইট বলেছেন: তোমার ওইসব পাকি বন্ধুদের কথায় কান না দেয়াই ভাল। কিছু হইলেই ইন্ডিয়া এই কথা বইলা ঝামেলা করা কিছু লোকের স্বভাব। লীগ জিতলে বাংলাদেশ যেমন ইন্ডিয়া হইয়া যাইব বইলা ইস্যু বানানো হয় তেমনি শাহবাগ এর গনজাগরণ ইন্ডিয়া বানাইসে বইলা লোকজনের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করা হইতেসে।
৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:২৫
গল্পসল্প বলেছেন: আমি মনে করি শাহবাগ কখনো নিরপেক্ষ ছিল না। শাহবাগ ছিল মুক্তিযুদ্ধের পক্ষের। অন্য কোন পক্ষের না।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭
মদন বলেছেন: গল্প সুন্দর হয়েছে