![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভ্যাসবশতই লক্ষ্য করি আমার সব কিছুতেই বাধা দেয়া হয়, অস্বীকৃতি জানানো হয় । নেতিবাচক ভাষণ দেয়া হয় । একবারও পাশে পেলাম না । যে আমাকে বলবে তুমি এগিয়ে যাও আমি আছি তো....
তার যাবতীয় সফলতা বা বিফলতার সময় আমি সর্বদা পাশে থাকি । না... বিনিময়ে কিছু চাইছি না কিন্তু একটু তো ভালো কথা আশা করতে পারি... একটু তো বাহ্ বাহ্ পেতে পারি যে ভালো কিছু নতুন কিছু করতে চাইছি । কেনো আমার সব চিন্তা চেতনা বাস্তবায়ন করতে এত বাধা দেয়া হয়?? এটা কেনো?? কোনো হিংসা?? যা পুরুষের অজানা মনে নারীর উন্নয়নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় নাকি অভ্যাস আমাকে নিচু দেখানো বা নিচুতেই রাখা বা তার অধীনস্থ রাখা ।
©somewhere in net ltd.