নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আমার শেষ অস্ত্র

তুমি স্বপ্ন যখন দেখ, আমি দুঃস্বপ্নের কবি তুমি আশায় বাঁধো বুক, আমি নৈরাশ্যে ডুবি সব মৃত্যু ছায়ার ছবি, যা চতুর্দিকে দেখি সে দৃশ্যকল্পের প্রতিচ্ছবি শব্দ দিয়ে আঁকি ।

ডিজাস্টার

Dreams and reality I deal with both. One is a psycho the other is a rouge. Dreams take my soul reality get my body. I'm turned into a robot, my footprints are bloody....

ডিজাস্টার › বিস্তারিত পোস্টঃ

দৌড় ঃ দ্য রান [ ছোট কিন্তু বড় গল্প ]

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

[[[ সত্য ঘটনা অবলম্বনে ]]]

::::::::::::::::::::::::::::::



ব্যাপারটা যখন শুরু হল তখন আমি বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্বে ।



সাধারণ ভাবে পাঁচ মিনিটকে অনেক অল্প সময় মনে হয় । কিন্তু আমি নিশ্চয়তা দিচ্ছি ঘটনা মোটেও সেরকম নয় । পাঁচ মিনিটে একটা গান শেষ হয়ে যায়, যেটা তৈরি করা মানে হল কম বেশি এক সপ্তাহের খাটুনি !অবশ্য সবাই তো আর এর সাথে পরিচিত না ! ঠিক আছে , আরেকটা উদাহরণ দেই । আপনাকে যদি মাটি থেকে তিন কিলোমিটার উপরে উঠিয়ে ছেড়ে দেই, তবে আপনার আছাড় খাবার সময়টা প্রায় পাঁচ মিনিট হবে । এই উদাহরণটাও বোধহয় ঠিক যুতসই হল না ।আছাড় মারার কথায় আবার রাগ করতে পারেন অনেকে । তাছাড়া সবাই তো আর “পদার্থ বিজ্ঞান সংক্রান্ত গাণিতিক সমস্যা” বিষয়ে অবগত না ।আর আমার মত মহা ফাকিবাজ ‘অপদার্থ’ পদার্থের ছাত্র হলে তো কথাই নেই । তাহলে বরং তৃতীয় আরেকটা উদাহরণ ট্রাই করা যাক । এর যদিও কোন স্বীকৃত পরিসংখ্যান নেই, তবু । পাঁচ মিনিটের ব্যবধানে টিভি চ্যানেলে দুবার বিজ্ঞাপন বিরতি দেখা যায় । এবার আশা করি বুঝেছেন । আর না বুঝলেও কিছু করার নেই, ঝুলিতে উদাহরণ নেই আর । আপনি ‘পাঁচ মিনিট’ নিয়ে এই বকবকানিতে বিরক্ত হচ্ছেন নিশ্চিত । খেয়াল করুন, পড়া শুরু করেছেন তাতেও পাঁচ মিনিট হয়নি এখনো । এর মাঝেই ঝিমুনি চলে এল! আসল কথা হল পাঁচ মিনিট মোটেই কম সময় নয় । আর আমি যে ব্যাপারটা বলতে যাচ্ছি, সে অবস্থায় পাঁচ মিনিট মানে প্রায় অনন্তকালের কাছাকাছি ।



যা বলছিলাম, আমি একটা সিগন্যাল পেলাম । কিন্তু সিগন্যাল রেসপন্স করার জন্য আমাকে বাসায় ফিরতে হবে,তক্ষুনি । আর বাসাটা, হ্যা - পাঁচ মিনিটের দূরত্বে । বুঝতেই পারছেন, লম্বা সময় । হাতে এত সময় ছিলনা তখন । কাজেই সময় কমিয়ে আনার জন্য আমি দৌড় শুরু করলাম ।



মনে মনে গালি দিচ্ছি তখন বিজ্ঞান, প্রযুক্তি আর আমার পোড়া ভাগ্য কে ! একবিংশ শতকের এক মেগামেট্রোপলিটান শহরে এখন আমাকে দৌড়াতে হচ্ছে! সব বিজ্ঞানী ব্যাটা খালি হাবিজাবি নিউক্লিয়ার -অলক্লিয়ার পৃথিবীর ‘খোমা’ চেঞ্জ করা বোমা তৈরিতে ব্যস্ত!! স্টার ট্রেক বিম জিনিসটা আবিষ্কারের সময়ই নেই!! অথচ এখন, এই মুহূর্তে কত কাজে লাগত জিনিসটা আমার! পাঁচমিনিটের দূরত্ব এক তুড়িতে - ফুড়ুৎ!! হঠাত সামনে একটা প্রায় সুপারসনিক গতির রিক্সা (ব্যাটা মনে হয় ফেরারির ড্রাইভার হতে গিয়ে ভুল করে রিক্সার ড্রাইভার হয়ে গেছে ) দেখতে পেয়ে সাই-ফাই দুনিয়া থেকে আলোর গতিতে ত্রিমাত্রিক বাস্তবতায় ফিরে এলাম । লাফ দিয়ে কোনমতে সরলাম রিক্সার সামনে থেকে । কিন্তু বিপদ আরেক দিক থেকে, পুরো মাসুদ রানার ‘চারিদিকে শত্রু’ টাইপ অবস্থা । বাঙ্গালী কবি সমাজের অতি আহ্লাদের নচ্ছাড় বৃষ্টি । আগের রাতের বৃষ্টিতে রাস্তা ভর্তি কাদা । সেই কাদা আমাকে বিনা আয়াসে প্রায় ইঞ্চি ছয়েক এগিয়ে দিল । শাপে বর নাকি ঠিক বুঝলাম না । এদিকে সিগন্যাল তখন আরো তীব্র ।



আবার দৌড় শুরু করলাম । কপাল আমার! বাপের সাথে বাইকে করে তখন এলাকায় ফিরছে আমার ‘জেনিফার লোপেজ’ । এখনও প্রোপোজ করিনি, দেখা হলে ভাব দেখিয়ে চলি । অথচ আজ... আমি...ভাব!!... দৌড় । কিছু করার নেই ।দৌড় দ্য রান কন্টিনিউজ । কিন্তু দিনটাই যে খারাপ!! রাস্তায় এক মামা ( বন্ধু বান্ধব মামা না, এলাকার মুরুব্বী ) ডাক দিলেন । বাধ্য হয়ে হার্ডব্রেক করলাম । মামা শুরু করলেন আয়েসী আলাপ - কেমন আছি, কোথায় যাচ্ছি, বাসার সবাই কেমন, হ্যান-ত্যান, ব্লা-ব্লা । সবশেষে আসল কথা, আব্বা যদি বাসায় থাকে তাহলে যেন একটু ডেকে দেই । মামার সেলফোন কোন ব্ল্যাক হোলে হাওয়া হল বুঝলাম না, বুঝার চেষ্টাও করলাম না । আচ্ছা বলেই আবার দৌড় ।



বাসার বর্ণনা দিয়ে সময় নষ্ট করব না । টিনশেড, শুধু এটুকু বুঝলেই চলবে এবং গেট বন্ধ । আমি তখন আক্ষরিক অর্থে “রানিং আউট অফ টাইম” ; তাই হয়ে গেলাম সুপার হিরো । ব্যাটম্যান না গ্রিন অ্যারো জানি না ।জাস্ট দেয়াল বেয়ে উঠে গেলাম, কারো গেট খুলে দেবার অপেক্ষায় থাকা সম্ভব না । লাফ দিয়ে নামলাম বাড়ির কম্পাউন্ডে । আমার অবস্থা ততক্ষনে ‘সিরাম’ বেগতিক । তবু সান্ত্বনা এই যে এখন আমি সিগন্যালটা রেসপন্স করতে পারব ।



আসলে, কিছু ডাক এমন যে সাড়া না দিয়ে উপায় নেই ।

সত্যি, বাড়ি থেকে পাঁচ মিনিটের দূরত্বে থাকা অবস্থায় প্রকৃতির সিগন্যাল পেলে বুঝবেন দৌড় দ্য রান কাকে বলে!!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

প্রথম প্রকাশ নোট হিসেবে ফেসবুকে - October 27, 2013 at 9:51am

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬

মির্জা মোহাম্মদ ছাবের আলম বলেছেন: যাক ভালইতো, পথে সাড়া দেওয়া লাগেনি।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০২

ডি মুন বলেছেন: হাহাহহাহা

বাস্তবতার বিব্রতকর চিত্র। বাহ, দারুণ। =p~ =p~ =p~ :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.