![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*
সোনায়ও জমে শ্যাওলার মত
আঁশটে আঁশটে ময়লার ক্ষত
তব নারী আদিতেই সোনা প্রিয়
**
প্রকৃতি, তথা নারীরই খেয়ালে প্রাপ্ত অহমে আসৃষ্ট অজ্ঞান পুরুষ কখনো মানতে পারবে না- নারীই সর্বোচ্চ শক্তির আধার। অর্থাৎ যিনি স্রষ্টা, তিনি নারী। অথচ তিনিই শ্রেষ্ঠতম সেবাদাস রূপে গড়েছেন আদমকে এবং রেখে দিয়েছেন ধাঁধার বলয়ে। ভুলতে হয়েছে হাওয়া গন্ধমের ছুঁতোয় তাকে কবে যে কি শিখিয়েছে। বিজ্ঞান শুধু জানিয়েছে কে তার চেয়ে কতগুন বেশী সুখ পাচ্ছে।
©somewhere in net ltd.