নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় সংবাদ ও চলিচ্চত্রকর্মী।

শ খি আ ঈয়ন

আজাইরা প্যাঁচাল মগ্ন শব্দচাষী

শ খি আ ঈয়ন › বিস্তারিত পোস্টঃ

ইউনিফর্ম পাচ্ছে টিম ‘নৃ’

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩২

আসন্ন ঈদ উপলেক্ষ পূর্ণদৈর্ঘ্য চলিচ্চত্র নৃ টিমের গেরিলা যোদ্ধাদের জন্য তৈরী হচ্ছে এ নতুন পোষাক। নৃ । nree সংক্রান্ত পূর্ববর্তী দুটি পোস্টের লিংকও রেখে গেলাম।



প্রসঙ্গ [] চলচ্চিত্র ‘নৃ’ | http://somewhereinblog.net/blog/EON/29836320

নৃ (son of soil) [] সংবাদ সংযোগ (news link) | http://somewhereinblog.net/blog/EON/29847530



হে মহান সম্প্রদায়

জেনে রাখো-

পৃ মানে পৃথিবী

নৃ মানে মানুষ[/sb



মানুষের উৎপত্তি মাটি থেকে।

মাটি আর মানুষের মাখামাখি সম্পর্ক তাই সবসময়েই বড্ডো নিবিড়।



‘নৃ’ এখানে তাই শ্লোগান তুলছে-



অতপর কভূ মাটি ছাড়বে না পা

হাওয়ায় না ভাসুক দাঁড়াবার ভরসা




মাটির মানুষ মাটিতে বিচরন করবে। প্রাণ-প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ উপলব্ধিতে স্পন্দিত হবে অনু-রেনুতে। সুবিশাল মায়া আর ভালবাসাবাসিতে পারস্পরিক সংযোগ স্থাপনে শক্তি আর উৎফুল্ল উৎকর্ষে গড়িয়ে নিয়ে যাবে প্রান-চঞ্চল. সময়কে। প্রাণে প্রাণ মিলে হবে মহাপ্রাণ। মাটিতে রচিত প্রোথিত যে প্রাণের ইতিহাস।তাই মানুষের তৈরি যে কোন সংজ্ঞায় দাঁড়াবার আগে আমাদের মাটি ও মানুষের সম্পর্ক সংজ্ঞা স্পষ্ট হতে হবে। মানুষের সংজ্ঞা জানতে হবে।



সবকিছু হবার আগে মানুষ হবার আছে যে।



এমন একটা সহজ সার্বজনীন মানব সমাজ এর স্বপ্ন দেখে গেছে অনেকেই। বিভেদের মন্ত্র ভুলে একাকার হবার বাসনায়।



স্বঘোষিত দম্ভিত সভ্যতার আঁচড়ে বিক্ষত সময়ের এই ক্ষণে এসে আমরাও এমন বাসনা ব্যক্ত করছি। আর বাসনাটা ব্যক্ত করছি চলচ্চিত্র নামক অসম্ভব শক্তিশালি একটা মাধ্যমের আশ্রয়ে। সাম্প্রদায়িক দাঙ্গাকে বৈশ্বিক রাজনীতির প্রয়োজনেই চাঙ্গা রাখতে হচ্ছে কালো শকুনদের। পক্ষান্তরে ভূগছে সাধারন পৃথিবীবাসী। মানুষ থেকে মানুষে আলাদা করার শত-সহস্র-কোটি দৃশ্য-অদৃশ্যমান দেয়ালে আজ আমাদের দমবন্ধ দশা। ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে চোখের সামনে পৃথিবী। সংকুচিত হয়ে যাচ্ছে অমিত সম্ভাবনাময় মানুষের মেধা-মনন। লোপ পাচ্ছে মানবতা। বৃহৎ, উদার, বিশালতার সব সংজ্ঞার মানেও দেয়ালবন্দী পৃথিবীতে খাবি খাচ্ছে। প্রেক্ষিতে ঘটছে কেন্দ্রিক স্বার্থের আগ্রাসন। শান্তির পৃথিবীতে সংকীর্ণ স্বার্থের লোলুপতায় ঘটছে অনর্থ অস্থিরতা আর তাবৎ অপকর্ম। মানুষের অসীম খাই খাই রোগে সব হারিয়ে প্রতিনিয়ত ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি।

এরই মাঝে এই কালো সময়ের বুকে এতটুকু আলোর বারতা নিয়ে আমাদের প্রচেষ্টা- ‘নৃ’।



মাটি আর মানুষের নতুন করে পরিচয় করিয়ে দেবার প্রচেষ্টা- ‘নৃ’। শেকড় থেকে শাখায় পৌঁছে দিতে সেই সার্বজনীন বোধের বারতা, এই চলচ্চিত্র নতুন কেমিস্ট্রি ফেঁদেছে। আর তা সময়ের প্রয়োজনেই।



আমরা জানি-

সময় কখনোই পেরোয় না- মানুষকে তার মানবতার সঠিক বোধে দাঁড় করিয়ে দেবার। মানুষকে মানুষের সাথে পরিচয় করিয়ে দেবার। যে মানুষটাকে নিজের অজান্তেই সে খুঁজে চলে নিরন্তর। আসুন সেই সত্যিকারের মানুষটাকে খুঁজে বার করি, উদ্ধার করে আনি নিজের ভেতর থেকে।

আর শান্ত করি সময়কে।



শুনুন-

একটু শুনুন-

কান খাড়া করলেই শুনতে পাবেন প্রকৃতিতে প্রতিনিয়ত বন্দনা হয় মানুষের।

বাতাসে অবিরত ভাসে সেই ফিসফাস কানাকানি- নৃ..ওমম..নৃ..



কি,

শুনতে পাচ্ছেন ??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.