![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাড়ে তিন বছর পর
সাড়ে তিন ঘন্টায়
কতটুকুই বা আর
পুষিয়ে নেয়া যায়
মায়ের রুম
তোর রুম
আমার বন্ধু
তোর আপু
এসব নিয়েই অনেকক্ষণ
চা-নাস্তা কেড়ে নেয় আরো
আর অস্থির লুটেরা মন
শোনে নীরব রোদন
সময়ের অগোচরে
চুরি করে নেয়া সময়ে
কাজের মেয়ে লতিফার
বোকা বোকা চোখগুলো
জ্বলে ওঠে দুঃসময়ের মত
তবু সব এড়িয়ে
ঠিকই নিয়ে নিলে
প্রথম চুম্বন
[] সাত বছর আগের এক লেখা
[] রচনাকাল : ২০০৫ (ডিসেম্বর)
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন: