নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় সংবাদ ও চলিচ্চত্রকর্মী।

শ খি আ ঈয়ন

আজাইরা প্যাঁচাল মগ্ন শব্দচাষী

শ খি আ ঈয়ন › বিস্তারিত পোস্টঃ

গাধার গয়না ০১ - ০৪

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫০

সুযোগসন্ধানী কে যে

ঘোলা জলে খেলে চলে

ছায়া তার কোথা পরে

রয় না তা’ও খেয়ালে,

নাচে গাধা আলাভোলা

তলে তলে কোন দলে

ভেড়ে খানকির পোলা

তা’ও জেনে যাবে সবে

তবুও ভয় পেওনা ।।



***

পুনরায় কবে হবে যে সহায়

কতটুকু আর করে অসহায়

তা’ই হয়ত দেখার অপেক্ষায়

জলেরই মত স্বচ্ছ ভুলগুলো

হয় না হায় কখনো পথভুলো

বার বার আসে

সেই টানে ফিরে

চেনাতে আবারো

অচেনা নিজেরে

জাগে কূট চালবাজ নর কীট

মাপে আইটেম সঙের যে বিট

নিয়মিত মারে হাত-

তাল কেটে হলে কাত

ভাবে সে কি একা একা

কবে যে হয়েছে ভুলে

ভুল রাজ্যে শান্তি শেখা

তা আন্দাজই করতে পারে নাই

বালিকাও আর দেয় নাই দেখা



***

স্বভাবের দোষে দুষ্ট

বাতেনী মননে পুষ্ট

বহুগামীতার বীজ;

ক্ষমাপ্রাপ্ত বোধ নষ্ট

হয়ে যে সে লক্ষ্যভ্রষ্ট

তা বুঝেও না বুঝিস!



না বুঝলেও জানিস-

এ অন্য কিছুই নয়

স্রেফ অপব্যবহার,

নিশ্চিন্ত ভালোবাসার।

মন থেকে বলি তাই

ক্ষমা করিস না আর।



সাবধানে সাধু সেজে

সকালেও সে ভেবেছে

অতি পিরিতের চাপে-

কেন কাঁপবে এভাবে;

কদাকার ইচ্ছেগুলো

বার বার পথভুলো

করে যদি করুক না।



তাই বলছি আবার

ক্ষমা করিস না আর।



***

নিপাট নির্লিপ্ত কালে

একঘেয়ে বেখেয়ালে

চেয়ে চেয়ে দেখছিলে-

যা কিছু ছিলো অর্জিত

কাঙ্খিতরা ক্রমাগত

তারে দূরে ঠেলে দিলে

দূরে দূরেই পালায়

সব কথিত বান্ধব

আর বেহিসাবী বোধ

গ্রাস করে বিচ্ছিন্নতা

কে জানি জেনে নিয়ে তা

খুঁজে বুঝে নেয় প্রিয়

প্রেয়সীর পরোয়ানা

এবঙ নিজের মত

হেলায় বাড়ায় ক্ষত

জানে সাবধানী সে'ই

কেউ অপেক্ষায় নেই

পাওনাদারের মত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.