![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উচ্ছলতা আর
উশৃঙ্খলতার
ভাষা এক নয়
আলাদা-
নিশ্চয় জানো তা
আরো জেনে
নাও ভ্রাতা
কোন কিপ্টে
কেন দাতা
কারণ
সকলেই জানে
কে কে যাবে
খাবি খাবে
হুতাশে-
বয়সেরও
বাতাসে
এবং
কার দাওয়ায়
চুপচাপ
ঘুমিয়েছে
পূর্বপুরুষের পাপ
যার সাক্ষী মৃত বাপ
বলে যায় গোপনে-
হে প্রকৃত জারজ
সময় আছে
হও সহজ
মেটাও অভিশাপ
তবুও
মেপে রাখা অতীত
আহবানের ভীত
নড়বরে দেখে
কর্তব্য না ভোলা
মৃদু স্বরে বলে-
প্রিয় বা অপ্রিয়
চেনা ও অচেনা
দুরন্ত অনুজ-
খুব সহজেই
হয়ো না অবুঝ
—
©somewhere in net ltd.