![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনারা হয়ত অনেকেই জানেন "বাংলাদেশ ডিশ সমিতি তাদের সার্ভিস এ জোগ করতে যাচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ।
জদিও আমাদের দেশেও কিছু VIP এরিয়াতে এই ব্যবস্থা চালু আছে
ব্রডব্যান্ড ইন্টারনেট এর এই পদ্ধতি কে বলা হয় " ইথারনেট ওভার কয়াক্স" বা ইওসি(EOC)
আমার জানা মতে সর্ব প্রথম চিন(China) এই প্রজক্তির আবিস্কার ঘটে এবং বর্তমানের ভারতের(India)
কিছু অংশে চালু আছে।
সেবার মান ও গ্রহক খরচ
----------------
সেবার মান কেমন হবে তা বলা মুশকিল কেননা আমাদের দেশের ডিশ এর ক্যাবল সুরু ্তহেকেই " ইথারনেট ওভার কয়াক্স" বা ইওসি(EOC)
এর প্রয়জন অনুযায়ী ম্যাপ করা হয় নাই।তাছারা নিম্ন মানের ইকুয়েপমেন্ত বা যন্ত্রাংশ ব্যভার তো রয়েছেই।
এবার আসি "গ্রহক খরচ" সম্প্রতি জানা গিয়েছে যে " ইথারনেট ওভার কয়াক্স" বা ইওসি(EOC) চালু হবার ফলে
ক্যাবল চ্যানেল সম্পূর্ণ ফ্রী করে দেয়া হবে গ্রহক কে সুধু ইন্টারনেটএর এর বিল গুন্তে হবে
এবং ব্যান্ডউথ এর দাম কেমন হবে তাও জানা জায় নি
------------------
যাই থাক আমি আছি অপেক্ষায় নতুন এই প্রজক্তু দেখার অপেক্ষায়।
লিঙ্ক :Link
২| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩০
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল খবর, এতে করে অন্তত ক্যাবলের ঝামেলা কমবে। আমরা অপেক্ষায় থাকলাম । তবে আমিন ভাই এর কথা শুনে একটু আশংকা রয়েই যায়। তার পরেও অপক্ষোয় আমরা ... ... ... ...
৩| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৭
সুমন কর বলেছেন: অাদৌ কি তা অালোর মুখ দেখবে ?!
৪| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
ভোরের সূর্য বলেছেন: ১ম কথা হচ্ছে বাংলাদেশে ডিশ সমিতি বলে কিছু নাই।
আছে ক্যাবল অপারেটর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা সংক্ষেপে কোয়াব(COAB).
আপনার লিঙ্কটি দেখলাম। যারা এই তথ্যটি প্রকাশ করেছেন তাদের উচিত ছিল সঠিক তথ্য নিয়ে তার পর লেখাটি প্রকাশ করা।
২য় বিষটি হচ্ছে খুব শীঘ্রই দেশে আর ক্যাবল লাইনে ডিশ লাইন থাকবে না কারণ সরকার DTH(direct to home) টিভি চালানোর জন্য দুটি কোম্পানীকে লাইসেন্স প্রদান করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে হচ্ছে বেক্সিমকো গ্রুপ।
তাই ডিশ সমিতি কিভাবে ক্যাবলের মাধ্যমে গ্রাহক কে ইন্টারনেট দিবে সেটা বোধগম্য নয়। দেশের বিভিন্ন এলাকায় যারা ক্যাবেলের মাধ্যমে স্যাটেলাইট কানেকশন দেয় তারাই আবার ইন্টারনেট কানেকশন দেয় কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ক্যাবলের মাধ্যমে বিরতিহীন বা ঝামেলাহীন ইন্টারনেট সার্ভিস দেয়া আজও সম্ভব হয় নি বরং দিনে দিনে ওয়্যারলেস মানে ওয়াইম্যাক্স কিংবা মোবাইল ইন্টারনেট জনপ্রিয় হয়ে উঠেছে। ক্যাবল ব্রডব্যান্ডে এখন প্রজন্ত একটা মাত্র সুবিধা হচ্ছে কমরেট বা ইউজেসের লিমিটেশন না থাকা কিন্তু এটা ফিক্সড কানেকশন। মানুষ ধীরে ধীরে মোবাইল,ট্যাব এবং ল্যাপটপে দিকে ঝুকে পড়ছে যেখানে ফিক্সড ব্রডব্যান্ড অচল হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে মোবাইল ইন্টারনেট বা ওয়্যারলেস ইন্টারনেটের মুল্য কমে আসলে কেউ ক্যাবল ব্রডব্যান্ড নিবে না।
তবে হ্যা, আমেরিকার মতন উন্নত বিশ্বে ক্যাবলের মাধ্যমেও ইন্টারনেট দেয়া হইয় যা দিয়ে নেট এবং টিভি দুটোই চলে কিন্তু সেই সার্ভিসটি ল্যান্ড ফোন লাইনের মাধ্যমে দেয়া হয় যার ফলে ডেডিকেটেড সার্ভিস পাওয়া যায়।এর আরেকটা কারন হচ্ছে ওদের লাইনগুলো সব মাটির তলা দিয়ে নেয়া যার ফলে ইন্টারাপশন হবার সম্ভাবনা কম কিন্তু বাংলাদেশে যেটা সম্ভব নয় বিশেষ করে ব্যাক্তি উদ্যোগে। ঢাকা সহ সারা দেশে কম বেশী অনেকেই ক্যাবলের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবহার করেন এবং তারা জানেন কার সার্ভিস কেমন।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৩
আমিনুর রহমান বলেছেন:
এই প্রযুক্তি এই আমি একবার বাংলাদেশের বড় কয়েকটা আইএসপি এবং ডিস সমিতি'র সাথে ২০০১ এর দিকে বেশ কয়েকবার মিটিং করেছিলাম। কিন্তু আমার নিজের পুজি এবং তাদের অনাগ্রহতা বেশী দূর আগাতেও পারিনি। এমনকি একটা এলাকায় টেস্ট বেসিস কাজের জন্য ভিস্যাট বসানো হয়েছিলো। আমরা অনেক কিছু ভাবি কিন্তু আমাদের মাথার উপর যারা আছে তারা ভাবে না এইসব নিয়ে।