![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টি না.. শিলা বৃষ্টি!
এই রকম শিলা বৃষ্টি আমি আমার ২৪ বছরের ছোট্ট জীবনে প্রথম দেখলাম।
সবাই বলে বৃষ্টির আসল মজা নাকি টিনের চালের ঘরে। সৌভাগ্য বসত আমাদের দো'তলাতে টিনের চাল আর আমরা দো'তলাতেই থাকি। তো ভোর রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে বৃষ্টির শব্দে (আসলে শিলার শব্দ হবে) ভয় পেয়ে যায়। হয়তো ভাবছেন বৃষ্টির শব্দে আবার কেউ ভয় পায় নাকি? হুম পায়... যদি যথেষ্ট কারণ থাকে।
একবার চিন্তা করেন যদি কোনদিন ঘুম থেকে উঠে দেখেন আমনাদের টিনের চালে প্রতি ফোটা বৃষ্টির বদলে প্রচন্ড শব্দ করে এক এক টুকরা শিলা পড়ছে আবার কয়েকটা শিলা টিন ভেদ করে আপনার গায়ে এসেও পড়ছে তাহলে সেই সময় আপনার অবস্হাও কেমন হতো! সে সময় আমার গায়ে এমনভাবে শিলা পড়ছিল মনে হচ্ছিল আজকে বোধহয় বৃষ্টি পণ করেছে আমাদের টিনের চালটাকে শিলার বর্ষণে ঝাঝরা করে দেবে।
যাই হোক যশোরের বন্ধুরা শিলা বৃষ্টি কেমন এনজয় করলেন জানাবেন।
হ্যাপী রেইনি মর্নিং...
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৪
একলা_আমি বলেছেন: সারা দেশে হয়েছে কিনা জানিনা তবে যশোরে হয়েছে..
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৬
রামন বলেছেন:
ভাল লাগলো ছবিগুলো । বহুদিন শিলা বৃষ্টি দেখিনা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৩
একলা_আমি বলেছেন: আমিও দেখতে পায়নি। শুধু শুনতে পেয়েছি। রাতে হয়েছিলো তো...
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৭
শায়মা বলেছেন: আপুনি তোমার পোস্টটা পড়ে খুব ভালো লাগলো!মনে হলো যেন নিজেই সেখানে ছিলাম!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২২
একলা_আমি বলেছেন: আমি কিন্তু আপুনি না :p
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৮
সোহানী বলেছেন: আহ্ কতদিন শিলা বৃষ্টি দেখি না.... তবে আপনার মত করে শিলা বৃষ্টি দেখার চেয়ে বিড়ম্বনা বেশী। রাত দুপুরে সাধের ঘুম ছেড়ে শিলা বৃষ্টি !!!!
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০০
শায়মা বলেছেন: স্যরি ভাইয়া!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪
একলা_আমি বলেছেন: ইটস ওকে
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৯
শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:
ওয়াও... অনেকদিন শিলা বৃষ্টি দেখি না
শেয়ার এর জন্যে অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪২
সুমন কর বলেছেন: ছোটবেলার কথা মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৪
যোগী বলেছেন:
সারা দেশেই কী শিলা বৃষ্টি হয়েছে?
ঠান্ডা কেমন এখন?