নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সততা কে পছন্দ করি।তাই আমি সর্ততার পথে চলতে চেষ্টা করি।

Emon hasan

Emon hasan › বিস্তারিত পোস্টঃ

এই হল আমাদের ডিজিটাল বাংলাদেশ ?????.

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

এই হল আমাদের ডিজিটাল বাংলাদেশ
আট টাকার চাল ৪০ টাকা হলো,
মেনে নিলাম
-
সাত টাকার পেয়াজ ১১০ টাকা হলো,
মেনে নিলাম
-
নয় টাকার কেরোসিন ১০৫ টাকা হলো,
মেনে নিলাম
-
বিশ টাকার সয়াবিন তেল আজ কত
টাকা..??
মেনে নিলাম
-
শেখ মুজিবর রহমান স্বাধীনতার ডাক
দিয়েছে,
মেনে নিলাম
-
মেজর জিয়া স্বাধীনতার ঘোষনা
দিয়েছেন,
মেনে নিলাম
-
নয় মাসের স্বাধীনতা যুদ্ধ করতে
হইছে,
মেনে নিলাম
-
৪৪ বছর ধরে শোষন হচ্ছি রোজ,
মেনে নিলাম
-
পদ্মা সেতুর নামে কোটি টাকা
লাপাত্তা,
মেনে নিলাম
-
তিন টাকার সিগারেট ১২ টাকা হলো,
মেনে নিলাম
-
চার হাজার কোটি টাকার দুর্নীতি
হলো,
মেনে নিলাম
-
শেয়ার বাজার ধসে বহু লোক গলায়
দড়ি দিলো,
মেনে নিলাম
-
অবৈধ ভাবে ক্ষমতায় যায় সরকার,
মেনে নিলাম
-
গর্ভবতী মায়ের পেটে গুলি করে
রক্তাক্ত শিশু,
মেনে নিলাম
-
পাইপের চিপায় পড়ে জুস খায় শিশু
জিহাদ,
মেনে নিলাম
-
পানির বদলে ঘাম খায় দরিদ্র রাজন,
মেনে নিলাম
-
ইসলামের কথা বললে ফাঁসি দড়িতে
ঝুলায়,
মেনে নিলাম
-
দু টাকার ডিম ১০ টাকা দিয়া কিনতে
হয়
মেনে নিলাম,
-
দুইশত টাকার গ্যাস ১০০০ টাকা হলো
মেনে নিলাম,
-
দুই টাকার ইউনিটের বিদ্যুৎ আট টাকা
হয়
মেনে নিলাম,
-
.......এত কিছু মানার পরে ও সামান্য
৭.৫% ভ্যাট এই জাতি মানবে না
তা কি হয় নাকি..??
-
মেনে নিবো কিছু দিন পর,আমরা বড্ড
আবেগি জাতি তাই হুট
করে কিছু মেনে নিতে চাই না কিন্তু
কিছুদিন পর কয়েকটা লাশ
পড়ার পর আমরা ঠিক মেনে নেবো...!!
-
ভাগ্যি ১০ % করে নাই ভ্যাট মাত্র
৭.৫% ভ্যাট দিয়া সারাই দিছে তাই
চুপচাপ ভ্যাট দিয়া দেন,ভ্যাট দিয়ে
দেশ ও জাতির অবৈধ সন্তানদের অর্থ
সম্পত্তির উন্নতির পিছনে ভুমিকা
রাখুন..!!!

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

কলাবাগান১ বলেছেন: আমদের বিদ্যুত বিহীন খাম্বা দিলেন
মেনে নিলাম
এটা বললেন না???


"পদ্মা সেতুর নামে কোটি টাকা
লাপাত্তা,"

"ইসলামের কথা বললে ফাঁসি দড়িতে
ঝুলায়,"

এই কথা তে বুঝা যা্য আপনার মানসিকতা

পদ্মা সেতুর দূর্নীতির প্রমানের জন্য কানাডার আদালত বিশ্ব ব্যাংকের কাছে সমন জারি করেছে কিন্তু বিশ্বব্যাংক ধানাই-পানাই করছে এবং বলছে যে সে কোন প্রমান দিবে না!!!!

কোন ইসলামের কথায় কাকে ফাসীতে ঝুলানো হল??? রাজাকার রা ইসলামের কথা বলে মানুষ খুন করেছিল???

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

Emon hasan বলেছেন: ভাই আপনি একটু খোজ খবর নিয়া দেখেন।তারপর কখা এরকম মন্তব্য করেন

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

ফাহাদ মুরতাযা বলেছেন:

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট দিতেই হবে বলে জানিয়েছেন সজিব ওয়াজেদ জয়। উনি বলেছেন, "দেশের ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৬৩ শতাংশ শিক্ষার্থী পড়া লেখা করে সরকার তাদের জন্য কোন ধরেন ভর্তুকি দিবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভর্তুকি দিলে এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেয়ার হোল্ডারদের পকেটে চলে যাবে। শিক্ষার্থীদের কোনো লাভ হবে না।"
উনি তো দেখি বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোন ধারণাই রাখেন না, অথবা না জেনে-শুনে সবাইকে বিভ্রান্ত করতে ভুল তথ্য দিয়েছেন। সঠিক তথ্য হচ্ছে, বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সরকার কোন ভর্তুকি দেয় না। বরং শিক্ষার্থীদের বেতনের ওপর যে ভ্যাট আরোপ করা হয়েছে- তার পূর্ন নাম 'Value-Added Tax' বা 'মূল্য সংযোজন কর'। ২০টাকা কেজি আলু কিনে তা ১১০টাকা কেজি সয়াবিন তেলে ভেজে ফার্স্টফুডের দোকানে যখন সেই পটেটো চিপস ১২০০টাকা কেজি দরে বিক্রী করা হয় তখন এই সযোজিত মূল্যের ওপর ভ্যাট ধার্য করা হয়। শিক্ষা কী পটেটো চিপসের মত পন্য? বিশ্ববিদ্যালয়গুলো কী ফার্স্টফুডের দোকান? এখানে মিথ্যা ভর্তুকির দোহাই দিয়ে উনি কেমন করে ভ্যাট বসানোকে বাধ্যতামূলক করে দিচ্ছেন?
উনি না আমাদের তরুন প্রজন্মকে নিয়ে 'ইয়ং বাংলা' গড়েছেন? এই তার আসল চেহারা? যেহেতু বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কোন সরকারী ভর্তুকী দেয়া হয় না, তাই তার লাভের ভাগ তো কখনোই শিক্ষার্থীদের পকেটে আসার সম্ভাবনা ছিল না। কিন্তু উনার আরোপ করা এই ভ্যাটের টাকা তো আমাদের মত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেট থেকেই দিতে হবে। উনি আমাদের লাভ না দেখলেও লোকসানটা ঠিকই বাধ্যতামূলক করে দিয়েছেন। ৮৩টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫টিই মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের উচ্চ শিক্ষার বিকল্প প্রতিষ্ঠান। এখানকার প্রায় ৭৫% শিক্ষার্থী প্রাইভেট ট্যুশনি করে বা খণ্ডকালীন চাকরী করে বিশ্ববিদ্যালয়ের খরচ জোগাড় করে। তাদের ওপর বছরে আরো ৩০/৪০ হাজার টাকার বোঝা চাপিয়ে দিয়ে উনি কেমন কাজ করলেন?
উনি কী তাহলে আমাদের পকেট কাটা জবরদস্তি ভ্যাটের টাকা দিয়ে উনার 'ইয়ং বাংলা' চালাবেন? সেইক্ষেত্রে উনার ইয়ং বাংলায় বাংলাদেশের ৯৫% তরুণের কোন অংশদারিত্ব থাকবে না।
-ড. সাকিল আল মামুন।
১. সরকার কোনদিনই বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা এর শিক্ষার্থীদের জন্য ভর্তুকি দেবে না জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আর এটা ভোরের কাগজের লিঙ্ক।
এতো গেল ‘রাজপুত্রের’ কথা, আর চেতনাবাদী মিডিয়া, তার অবস্থান কি?
শাহবাগে চিল্লাচিল্লি আর বিরিয়ানি খাওয়া টেলিকাস্ট করতে লাইন লেগে যায় চেতনা মাখা সকল মিডিয়ার! আর আজকে ভ্যাট বিরোধী আন্দোলনরে " জন-দূর্ভোগ" হিসেবে দেখাচ্ছে। মনে হয় যেন জীবনে , রাস্তা অবরোধ করে আন্দোলন করে দাবী আদায় এই প্রথম দেখছে।
আজ দেশের ছাত্র সমাজের এই ভ্যাট বাতিলের জোয়ার কে কেন তারা টেলিকাস্ট করছে না?
দেখাচ্ছে " সড়ক অবরোধের কারনে যানজটে নগরবাসীর অবস্থা নাকাল " জাতীয় রিপোর্ট ।
কোথায় আজ মুন্নি সাহা?
কোথায় আজ রুপার সরাসরি সম্প্রচার?
কোথায় আজ নবনিতার টকশো?কোথায় ?
জাফর নামক ষাঁড় টা কই? তাঁর বিবেক কি বলে???
এই দেশের রন্ধে রন্ধে দালালে দালালে ভরে গেছে আর সব দালালের বড় দালাল হচ্ছে এই সাংবাদিক আর মিডিয়া । যাদের কাছে বিরিয়ানি খাওয়া মানেই আন্দোলন আর লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভ্যাট বিরোধী আন্দোলনে পুলিশের লাঠি পেটা খাওয়ার নাম হচ্ছে সন্ত্রাসী দমন।

বিশেষ দ্রষ্টব্যঃ ‘চেতনাবাদীদের’ কমেন্ট ........



চটি পিয়াল ও তাঁর অনুসারীদের কমেন্ট-

সংযোজনঃ
‘জয় বাংলা’ বলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক | আপডেট: ২১:১০, সেপ্টেম্বর ১০, ২০১৫
টিউশন ফি থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে ঢাকার ধানমন্ডি ২৭ নম্বরে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে সাড়ে আটটার দিকে ‘জয় বাংলা’ বলে কয়েকজন যুবক হামলা চালায়। এ সময় পুলিশকে নীররে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

অতি মানব বলেছেন: আমরা জাতি হিসাবে বিশাল,,,,,মানুষ হিসাবে আবাল।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

Emon hasan বলেছেন: tahola amone janan?

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৯

চলন বিল বলেছেন: অসাধারণ লিখেছেন

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

Emon hasan বলেছেন: tnx..

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

এস. এম. হাবিবুল্লাহ বলেছেন: আমেরিকায় বসে 'জয়' নেয়
৩ লাখ টাকার বেতন
মেনে নিলাম।

সুইজ ব্যাংককে বিলিয়ন বিলিয়ন টাকা
ধরা খায় - প্রতিবন্ধী জয়
মেনে নিলাম।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

Emon hasan বলেছেন: ভই আর কত মানবেন??
এই ভাবে মানলেত আমরা জাতি হিসেবে আবাল থাকুম!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.