নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্ত লেখালেখি অলস মস্তিষ্কের নিরলস পরিশ্রম।

লিখছি, দেখছি, ভাবছি আর অপরাহ্নের আলোয় হাঁটছি।\nঅথবা কখনো শহরের সন্ধায় ভিজছি। নিরলস হাঁটছি সাইকেডেলিক আলোয়।

ইমোশনাল কিলার

লিখছি, ভাবছি আর অপরাহ্নের আলোয় হাঁটছি ।

ইমোশনাল কিলার › বিস্তারিত পোস্টঃ

মহাকালের গর্ভে হারিয়ে যাচ্ছি আমরা

১৮ ই মে, ২০১৫ রাত ১০:০১

মাঝে মাঝে ভাবতে খুবই অবাক লাগে।
এই যে পথে আমি হাঁটছি, যে আকাশের নিচে দিব্বি হেঁটে বেড়াচ্ছি, এগুলো টিকে থাকবে অনেক বছর।
আজ থেকে শত বছর পরও এই আকাশ এরকমই থাকবে। আমাদের বাড়ি থেকে দশ মিনিটের দুরত্বের এই বঙ্গোপসাগরও থাকবে।
সব থাকবে। পাখি গান গাইবে। গাছে ফুল ফুটবে।
প্রতিদিন সূর্য উঠে আবার অস্ত যাবে।
প্রকৃতি তার নিয়মেই চলবে। ঠিক আগের মতই।
শুধু আমি থাকব না। থাকবেনা আমার পরিচিত কেউ।

এই পথ ধরে নতুন কেউ হাঁটবে।
আমাদের আড্ডা দেওয়ার জায়গাটাতে আড্ডা দেবে নতুন কেউ। সম্পূর্ণ নতুন মানুষে দখল করে নেবে আমার আপনার চির পরিচিত জায়গা গুলো। যাদের কেউ আমাকে চিনবে না।

তারা কি কখনো ভাববে তাদের পূর্ব পুরুষদেরও কতগুলো ছেলে এখানে আড্ডা দিত নিয়মিত!
তাদের মতই আনন্দ বিষাদের আলোচনা করত। কখনো হাসতে হাসতে গড়িয়ে পড়ত। আবার কখনো বা বিষন্নতায় কাটিয়ে দিত সময়। যারা এখন নাই হয়ে গেছে।
হারিয়ে গেছে কালের গর্ভে।

আমরা কি আমাদের পূর্ব পুরুষদের নিয়ে ভাবি?
ভাবিনা। ওরাও ভাববেনা।

ভাবতেই অবাক লাগে।
আমাদের পূর্ব পুরুষদের মত আমরাও হারিয়ে যাব কালের গর্ভে।
চিরকালের মত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.