নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কথা

আমি হোসেন

বিফলতা নয়, সফলতায় বিশ্বাসী

আমি একজন সাধারণ মানুষ, জীবনের কথা আমি বলি।

বিফলতা নয়, সফলতায় বিশ্বাসী › বিস্তারিত পোস্টঃ

শিক্ষাই মানুষকে বিবেকহীন করেছে -২

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৮

শিক্ষাই মানুষকে বিবেকহীন করেছে -২



আমার প্রথম পোস্ট এর কমেন্টে অনেকে স্পষ্ট কিছুই বুঝতে পারে নাই। তার জন্য আমি দুঃখিত। আসলে সে ক্ষেত্রে আমার ই ব্যর্থতা।

আমি তাহলে আমার কথা শুরু করলাম...



শিক্ষার মানদণ্ড আজ কিসে????

দেখুন, যারা আজ উচ্চ শিক্ষার জন্য দেশে বিদেশে গমন করছে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েই সর্বাগ্রে যে কাজটা করছে তা হল ধূমপান । যদিও অনেকে আগে থেকেই ধূমপান করে, তবে আমি বলব ইউনিভার্সিটি তে যাওয়ার পর এর প্রভাব বেশি দেখা যায়।

আমার এক ফ্রেন্ড আমাকে বলেছিল যে তোর ইউনিভার্সিটি তে পড়ার কোন যোগ্যতাই নেই। তুই ইউনিভার্সিটিতে পড়স অথচ সিগারেট খাস না.......................................



দেখেন তাহলে, শিক্ষিত হতে হলে আমাকে আমার বিবেককে বিসর্জন দিতে হবে।

তাহলে, তাদের মতে বিবেক সম্পন্ন লোক কখনও শিক্ষিত হতে পারে না।



এখন বলি ragging নিয়ে কিছু কথা।

আমাদের দেশে তথা দক্ষিণ এশিয়ায় এই র‍্যাগিং শব্দটার জন্ম। যারা ইউনিভার্সিটির তথা কথিত শিক্ষিত তারা হয়তো আশা করি র‍্যাগিং সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। আর যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েন, তারা তো বিশ্ববিদ্যালয় থেকে র‍্যাগিং এ Phd না ইউনিভার্সিটি ত্যাগ করবেন না।



হ্যাঁ, র‍্যাগিং এর আসল অর্থ অনুসারে আমি নিজেও র‍্যাগিং এর সমর্থক। কিন্তু আজ কাল শিক্ষিত ছেলে মেয়েরা র‍্যাগিং এ যে অমানবিক আচারন করছে তা কি কোন বিবেক সম্পন্ন লোক করতে পারে???

অথচ তারা কিন্তু শিক্ষিত। এরাই আমাদের দেশে উচ্চ উচ্চ স্থানে যাবেন এমনকি তারাই আমাদের দেশ নিয়ন্ত্রন করবেন।

একটু ভেবে দেখুন, বিবেকহীনদের হাতে আমরা দেশ ছেড়ে দিচ্ছি।

র‍্যাগিং নিয়ে আমি পড়ে কথা বলব, আমার ব্লগার ভাই বোনরা পারলে আমাকে মনে করিয়ে দিবেন।



এখন আমি আরেকটা উদাহরন টানি চিকিৎসক নিয়ে। তাদের তো কেউ অশিক্ষিত বলতে পারবে না। তারা তো অবশ্যই শিক্ষিত।

এই ডাক্তাররা যতটুকু সময় হাসপাতালে দেয় তার কতটুকু সময় সে নিজ মন থেকে কাজ করে???

আর যখন ই সে নিজ চেম্বার এ রোগী আসার কথা শুনে তখন সে কি আর হাসপাতালে থাকে???

একবারের একটা ছোট experience এর কথা শেয়ার করি। আমার একবার খুব জ্বর হয়। তখন আমি তথা কথিত এক ক্লিনিক এ যাই। সেখানে এক বিশাল লম্বা লাইন ছিল। ডাক্তার আমাকে কিছু টেস্ট দিল।

টেস্টগুলো করার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমার আম্মু আমার পাশে বসে ছিল আর ক্লিনিক এর কয়েকজন কর্মচারী আমার জ্ঞান ফিরানোর চেষ্ঠা করতেছিল। দুঃখের বিষয় হল, আমি জ্ঞান হারিয়ে ১০ মিনিট এর মত ছিলাম কিন্তু কোন শিক্ষিত ডাক্তার আমার কাছে আসেনি।

এটা শুধু আমার ক্ষেত্রে নয়। আপনি যদি ডাক্তারের সামনে মারাও যান এর আপনি যদি ওই ডাক্তারের টিকেট কাটা রোগী না হন তাহলে ওই শক্ষিত ডাক্তারের সেবা আপনার কপালে জুটবে না।

এখন বলুন তো এই শিক্ষিত লোকের বিবেকটা কোথায় ??

আমারা কিন্তু সবাই এই শিক্ষিত লোকদের সম্মান করেই আসতেছি।কিন্তু একটু চিন্তা করে দেখুন, আমারা আসলে বিবেকহীন লোকেদের সম্মান করে আসতেছি।



এখন বলি শিক্ষক মহোদয়দের নিয়ে কিছু কথা।

যদি সরকারী প্রতিষ্ঠানের কোন শিক্ষক হয় তাহলে সে কতটুকু তার ক্লাস এর প্রতি যত্নবান হন???

কিন্তু যখন ক্লাস এর বাইরে একজন শিক্ষার্থী যখন ওই শিক্ষক এর কাছে গিয়ে তার প্রাইভেট এর সময় টা জানতে চায় তখন তো সে আরও মনযোগী হয়ে উঠে।

কিসের জন্য???

তাহলে কি তিনিও আজ ওই তথা কথিত শিক্ষিতদের দলে???



এরা সবাই মানে এই সকল তথা কথিত শিক্ষিতরা আসলে তাদের main subject বাদ দিয়ে optional subject নিয়েই বেশি ব্যস্ত হয়ে পরেছে।



হ্যাঁ এখন বলি, যারা আসল জ্ঞানকে অর্জন করে তারা কখনি সত্য থেকে দুরে যাবে না। তারা ঠিকই থাকবেন।

রবীন্দ্রনাথের ভাষায় বলি.........



“সত্য বড় কঠিন, কঠিনেরে ভালভবাসলাম

কারণ, সে তো করে না প্রবঞনা”



আমারা একটা কথা সবাই জানি তা হল,



Education is the backbone of a nation.



আমি বলি কথাটা ভুল। Education কখনি জাতির মেরুদণ্ড হতে পারে না। এ ক্ষেত্রে Education এর স্থানে Knowledge হবে।তাহলে লাইনটা হবে,



Knowledge is the backbone of a nation.



একটু চিন্তা করুন, শিক্ষা যে কেউ ইচ্ছা করলেই অর্জন করতে পারে কিন্তু জ্ঞান কিন্তু অনেক সাধনার বিষয়। এটা সহজেই কেউ অর্জন করতে পারে না।



……………………………………………………………………………………………………………………………………………..চলবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.