![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে জানতে চাই- ২
নিজের মাঝে অনেক ভুল,
কেউ দেখিনি তা।
এই ভুলের ই এক পার হতে,
যায় না দেখা কূল।
আমরা তবুও করি ভুল।
একটি মানুষ, একটি মন,
জীবন তার অমূল্য ধন।
মোরা তাই তো করি পণ।
ভুলেও যেন ভুল করি না,
বাজিতে আজ জীবন।
মোরা তাও তো করি ভুল,
পাচ্ছি না যে কূল।
ভুলটা যে নিজের মাঝে,
সব ভুল যে আমার কাজে,
হঠাৎ করে ঘণ্টা বাজে,
জীবন তরীতে।
জানার আরও আছে বাকী,
সব কাজেতে দিলাম ফাকি।
তবুও বলি একটু দেখি।
নিজের ই তো নাইরে কূল,
কেমনে দেখি অন্যের ভুল???
©somewhere in net ltd.