![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ হারিয়ে
ধরার পথ যে ম্রিয়মান,
তবুও আমি করিনু ধ্যান।
অজ্ঞের যাতনায় ভুলেছি সব,
হারিয়েছি কালের জ্ঞান।
ক্ষুব্ধ ঝরনা মুলে,
দেখেছি তোমায়।
বুঝিনি সেদিন,
যাতনা কারে কয়।
আজ ধূসর মরুপ্রান্তে,
হৃদয় উড়ে চলে।
কোন অজানার পথে,
সে হুমড়ি দিয়ে কথা বলে।
পথ হারিয়েছি যে যাতনায়,
সুখ পালায় আজ,
সেই তাড়নায়।
ভুল কর না আর,
ভুলিয়ে মোর মন।
লক্ষ্য যে আজ অদৃশ্যের বন।
©somewhere in net ltd.