![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। শুভ ব্লগিং । ভালো থাকুন সবসময়।
ধরুন, আপনি একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হলেন। আপনি বলবেন," আরে প্রাইভেট ভার্সিটির চেয়ে ন্যাশনাল ভার্সিটি অনেক ভালো। প্রাইভেট তো টাকা দিয়া সার্টিফিকেট!" কিন্তু এর পরের
বছর আপনার বাবা
আপনাকে প্রাইভেটে ভর্তি
করিয়ে দিল।তখন আপনি- ই
বলবেন, "প্রাইভেটই ভালো। ন্যাশনালে ৭-৮ বছর লাগে।বুড়ো হবো নাকি?"
আপনি একটা সাধারণ মোবাইল ইউজ করেন। আপনি বলবেন,"মোবাইল তো কথা বলার জন্য। কথা বলতে পারলেই হয়। বেশি কিছুর কি দরকার!"। কদিন পর যেই আপনি মাল্টিমিডিয়া মোবাইল কিনলেন।তখন সেই আপনি- ই বলবেন," আরে, মাল্টিমিডিয়া মোবাইল না হলে কি চলে!"
আপনার স্বামী বিদেশে থাকে। আপনি হাসিমুখে বলবেন, "বিদেশী স্বামী- ই ভালো। মাসে মাসে টাকা পাঠায়!"। কদিন পর কোন কারণে আপনার স্বামী বিদেশ থেকে চলে আসতে বাধ্য হলো। তখন বলবেন," আরে, টাকা পয়সাই কি সব? স্বামীকে সুখে দুঃখে পাশে পাই, এটাই তো আনন্দের!"
আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি, তারা আগে ফেসবুক নিয়ে মন্তব্য করতো।
" ওই তুই ফেসবুকে সারাদিন
কি করস, খালি খালি টাইম
নষ্ট।" এখন ওরা ফেসবুক
ইউজ করে নিয়মিত। এখন
বলে,"ফেসবুকে না আসলে
ভাল্লাগে না।"
.… আমি এখানে কোন পক্ষই নিচ্ছি না।জাস্ট বুঝাতে চাচ্ছি, আসলে মানুষের স্বভাবটাই এরকম।নিজের অবস্থানের পক্ষে কত যে হাস্যকর যুক্তি উপস্থাপন করে!
২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
জেরিফ বলেছেন: কারন টা আমরা মানুষ ।
মানুষ কারনে অকারনে বদলায় ।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫
সুমন কর বলেছেন: মানুষের স্বভাবটাই এরকম।নিজের অবস্থানের পক্ষে কত যে হাস্যকর যুক্তি উপস্থাপন করে!
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩
পৃথিবীর আলো বলেছেন: আরও আছে.... দেখুন তো মিলে নাকি?
আপনি যখন রিকসায় : হালার প্রাইভেট কারওয়ালারা বাপের রাস্তা পাইয়া লইছে। ভাবটা এমন জানি নবাবের পুত।
আপনি যখন কার এ (ভাড়া করা, বন্ধুর বা অফিসের) : বাইন ... রিকসাওয়ালাদের জ্বালায় রাস্তায় গাড়ী চালানোই মুশকিল। যেহান দিয়া ফাক পায় ঢুকাইয়া দেয়।
আপনি যখন রাস্তায় (বাসে উঠার চেষ্টা করছেন কিন্তু উঠতে পারছেন না) : ভাই একটু নিয়া যাও, দাড়াইয়া যামু। ভাড়া বেশি দিমু।
এরপর আপনি যখন বাসে উঠে গেলেন : এই ড্রাইভার যাও না কেন ? এই হেলপার আর একটা যাত্রীও তুলবা না। হেলপার হালারে লাথ্থি দিয়া গাড়ী থেকে নামাইয়া দে। লোকাল গাড়ী চালাও আবার ভাড়া বেশি চাওন চু.. হালার পো...
আপনি যখন লাইনের একদম শেষে : ভাই আমারে একটু আগে জমা দিতে দেন আমি অফিস রাইখা আসছি অথবা বাচ্চা রাইখা আসছি অথবা আমি অসুস্থ অথবা আমার খালাত ভাইয়ের বউয়ের দুলাভাইয়ের নানী হাসপাতালে ভর্তি......
আপনি যখন লইনের মাঝখানে : (চিতকার চেচামেচি) কেউ যেন লাইনের বাইরে থেকে আইসা জমা দিতে না পারে। এই যে ভা...ই লাইনে দাড়ান। লাইন ভাঙবেন না.........
আমরা শুধু নিজেরটাই বুঝি। আর কত বিচিত্রই না আমাদের কর্মকান্ড। আল্লাহ্ আমাদের মনে শান্তি দিক.......।