![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মান্ধ নই কিন্ত নিজ ধর্মে প্রতি বিশ্বাস ও অন্য ধর্মকে শ্রদ্ধা করি
গল্পটা হয়তো অনেকেই জানেন না । আপনি যদি কোন দিন পঞ্চগড় যান আর পঞ্চগড়ের তেতুলিয়া গিয়ে বলেন আমি জাবির স্টুডেন্ট তাহলে আমি নিশ্চয়তা দিতে পারি বাংলাদেশের অন্য কোন জায়গা থেকে সব থেকে বেশি নিরাপত্তা, আদর, সম্মান ও ভালবাসা পাবেন । আপনার নিজেকে নিয়ে আর টেনশন করতে হবে না যে এখানকার মানুষ কেমন ? মোটকথা জাবির একটা এক্সটেশন হচ্ছে পঞ্চগড় । কেন এই কথা বললাম তার কারন অবশ্যই আছে । সমগ্র পঞ্চগড়ের মানুষের কাছে তিনি "সাদা মনের মানুষ" হিসেবে পরিচিত । তিনি আমাদের Kabir Ahmed Akond ভাই। ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ । ২৮ তম ব্যাচ। পঞ্চগড়ের মানুষ কাছে তিনি সোনার মানুষ । বর্তমানে কাজী এন্ড কাজী টি ফার্মের বড় অফিসার । এখানকার মানুষদের কাছে যদি বলেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আসছি তাহলে তারা সোজা যে মানুষ টির কথা বলবে তিনি হলেন আমাদের Kabir ভাই । এখানকার মানুষের জন্য তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন এক কথায় অসাধারণ ।
নিজের বেতনের টাকা দিয়ে প্রতিষ্ঠা করেছেন " শিশু স্বর্গ " নামে একটি স্কুল । প্রতি বছর এই স্কুল থেকে শত শত ছাত্র ছাত্রী বের হচ্ছে।তার আর্থিক সহযোগিতায় অনেক মেয়ে অর্নাসে পড়ছে। নিজের পকেটের টাকা দিয়ে বৃত্তি দিচ্ছেন । । চিন্তা করা যায় যে তেতুলিয়ার মত প্রত্যন্ত অঞ্চলে স্ব উদ্যোগে এমন স্কুল প্রতিষ্ঠা করার কথা ?চা শ্রমিকদের যতই সমস্যা হোক না কেন তাদের একটায় আশা আছে যে কবির স্যার আছে ।
আমাদের একটি ফিল্ডওয়ার্কের কাজে পঞ্চগড় যেতে হয়েছিলো ।তখন এই সাদা মনের মানুষের সাথে পরিচয়।তখনই দেখিছিলাম পঞ্চগড়ও তেতুলিয়ার মানুষের কাছে কতটা তিনি। জাবির সিনিয়র জুনিয়র বন্ধন বলে যে একটা ঈশ্বরিক বন্ধন আছে সেটা ঐ দিন আবারও টের পেয়েছিলাম । কবির ভাই আপনাদের মত মানুষদের জন্য এখনও মানবতা বেঁচে আছে । বেঁচে থাকবে । আপনাদের মত মানুষদের দেখলে অনুপ্রেরনা জাগে ভালো কিছু করতে ।
লেখা কৃতজ্ঞতায়ঃ ছোটন মাহমুদ, ৪২ ব্যাচ , অর্থনীতি বিভাগ ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২| ১৭ ই মে, ২০১৬ বিকাল ৫:৫১
মায়াবী রূপকথা বলেছেন: জেনে খুব ভাললাগল ভাইয়া
১৭ ই মে, ২০১৬ রাত ১০:৫০
আনামুল হক ইনাম বলেছেন: ভাললাগার আনন্দ অর্থের চেয়ে বেশি ! ধন্যযোগ
৩| ১৭ ই মে, ২০১৬ রাত ৯:২৯
অগ্নি সারথি বলেছেন: জাবি-র ছাত্র এবং একই সাথে উত্তরের মানুষ হবার সুবাদে আমি উনার নাম বেশ শুনেছি কিন্তু কখনো সময় হয়নি ওদিকটায় যাবার। দেখি সময় করে একবার শিশু স্বর্গ ঘুরে আসব।
১৭ ই মে, ২০১৬ রাত ১০:৫১
আনামুল হক ইনাম বলেছেন: অবশ্যই
৪| ১৮ ই মে, ২০১৬ সকাল ৯:৫১
শামছুল ইসলাম বলেছেন: একজন সাদা মনের মানুষের কথা জেনে ভাললাগল।
কখনো ওদিকে গেলে শিশু স্বর্গ ঘুরে আসার ইচ্ছে আছে।
ভাল থাকুন। সবসময়।
১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:০৯
আনামুল হক ইনাম বলেছেন: জি,অবশ্যই
৫| ১৯ শে মে, ২০১৬ রাত ১১:৫৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: খুব ভাল লাগল তাঁর কথা জেনে।
৬| ২০ শে মে, ২০১৬ রাত ৮:১৩
এম.এ.জি তালুকদার বলেছেন: ভালোলাগলো।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:০১
মোস্তফা সোহেল বলেছেন: সাদা মনের এই মানুষের জন্য অনেক শুভ কামনা রইল