![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মান্ধ নই কিন্ত নিজ ধর্মে প্রতি বিশ্বাস ও অন্য ধর্মকে শ্রদ্ধা করি
মাগো তোমার হাতের
পাটি-সাপটা, দুই বিড়ানী পিঠা ।
খেতে বসলে মনে হয়
বেহেশতী খাবারের মত মিঠা ।
মাগো তোমার হাতের
ছোট মাছের ঝোল ।
স্বাদ যেন বড়ইয়ের ভর্তার সাথে
মিশানো আমেরও মুকুল ।
তোমার আদরের তুলনা হয়না
কোটি টাকা দিলে ।
সব কষ্ট ভুলে যাও
তোমার সন্তানের ফোন পেলে ।
নিজে না খেয়ে খুশি থাক
ছেলে-মেয়ের দিক চেয়ে ।
তোমার মত দরদী নাই
এই দুনিয়ার মাঝে ।
সারাদিন কত কষ্ট কর
শত কাজের পাছে ।
তোমার শরীর ভেঙ্গে গেছে
আমাদের সেবা দিয়ে ।
তোমার ঋণ শোধ হবে না মাগো
আমার গায়ের চামড়া দিয়ে ।
দোয়া করিও তোমার ছেলে যেন
কষ্ট না দেয় মাকে ।
( লেখাটি গত ""#মা""দিবসে লেখার পর মাকে ফোন করে শুনিয়েছি, মা শুনার পর অনেক কাঁদছে,,,,, আর বলছে,,,,তোকে কিছুই খাওতে পারি না,,,,বাড়িতে এসে বেশীদিন থাকস না,,,,,!)
১৮ ই মে, ২০১৬ রাত ১১:৫৮
আনামুল হক ইনাম বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১৯ শে মে, ২০১৬ রাত ১২:০৫
মুসাফির নামা বলেছেন: ছন্দের কবিতায় আরো ছন্দ চাই।
১৯ শে মে, ২০১৬ রাত ২:১৩
আনামুল হক ইনাম বলেছেন: জি,চেষ্টা করব
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:৩১
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: পাঠে মুগ্ধ হলাম। কবিকে ধন্যবাদ।