![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মান্ধ নই কিন্ত নিজ ধর্মে প্রতি বিশ্বাস ও অন্য ধর্মকে শ্রদ্ধা করি
গত বছর এমন রোযার মাসেই শুরু করেছিলাম ''প্রজেক্ট নতুন জামা''র । উদ্দ্যেশ ছিল গ্রামের গরিব বাচ্চাদের মাঝে ঈদের আগে নতুন জামা পোঁছে দেওয়া । আমরা ১০৯ জন গরিব বাচ্চাদের মাঝে ঈদের নতুন জামা বিতরন করেছিলাম। আমার সাথে বাচ্চাদের নামের তালিকা( বয়সসহ) বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করতে এবং নতুন জামা বাচ্চাদের হাতে পৌঁছে দিতে সাহায্য করেছে গ্রামের তরুন শিক্ষার্থীরা । আমরা প্রায় ৫৬ হাজার টাকার ফান্ড করেছিলাম , এই টাকার প্রায় অর্ধেকের বেশী দিয়ে নতুন জামা কিনেছিলাম এবং বাকি টাকা দিয়ে গ্রামের ১৩০টি গরিব পরিবারের মাঝে ( ২প্যাক কুলসুন সেমাই, ১ ডিবি দুধ ১ কেজি চিনি ,২০টাকার কিসমিস) বিতরণ করেছিলাম । এই অর্থের যোগান দিয়েছিল গ্রামের প্রবাসীরা (ফেসবুকের মাধ্যমে ) , গ্রামের বৃত্তবানরা এবং আমরা ( শিক্ষার্থীরা ) নিজেদের ঈদের কেনাকাটা থেকে কিছু অর্থ বাঁচিয়ে ''প্রজেক্ট নতুন জামায়'' অংশগ্রহন করেছিলাম ।
এই ঈদেও ''প্রজেক্ট নতুন জামা'' গরিব বাচ্চাদের মাঝে বিতরণ করার পরিকল্পনা আছে। আপনারা নিজেদের এলাকায়ও এমন একটি উদ্যোগ গ্রহণ করে ঈদের দিনে গরীব বাচ্চাদের মুখে হাসি ফুটাতে পারেন । এই হাসিটির মূল্য আপনি লক্ষ টাকা দিয়েও কিনতে পারবেন না ! আপনারা যদি আমাদের ''প্রজেক্ট নতুন জামা''র সাথে পরামর্শ ও অর্থনৈতিকভাবে সাহায্য করতে চাইলে কৃতজ্ঞ থাকব । ফান্ডের প্রতিটি পয়সার হিসাব স্বচ্ছতার সাথে সাবার সামনে এবং ফেসবুকে প্রকাশ করা হয় । প্রজেক্ট নতুন জামা দেওয়ার লোকেশন ,,, গ্রামঃ বাশারুক, পোঃ পাক হাজিপুর , উপজেলাঃ নবীনগর , জেলাঃ বাহ্মণবাড়ীয়া ।
১০ ই জুন, ২০১৬ রাত ৯:২৬
আনামুল হক ইনাম বলেছেন: ধন্যবাদ ভাইজান
২| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি প্রতি রোজায় রোজার এক বেলা না খেয়ে থাকা ব্যায়টা সঞ্চয় করি। ৩০ দিনের হিসাবে ২/৩টি পরিবারে চানরাতে তুলে দিই ঈদ বাজার!
সে আনন্দ অতুল!
সে খূশীতেই সিয়ামের তৃপ্তি।
আপনাদের সফলতা কামনা করি।
১০ ই জুন, ২০১৬ রাত ৯:২৭
আনামুল হক ইনাম বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল
৩| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:৩৩
বিজন রয় বলেছেন: সুন্দর আয়োজন।
আপনাদের সফলতা কামনা করি।
১০ ই জুন, ২০১৬ রাত ৯:২৭
আনামুল হক ইনাম বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫০
কবি হাফেজ আহমেদ বলেছেন: মহতি উদ্দেগের জন্য আপনাদের কাছে চির কৃতজ্ঞ।
ভালোবাসা জানবেন ভাইয়ু।