![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মান্ধ নই কিন্ত নিজ ধর্মে প্রতি বিশ্বাস ও অন্য ধর্মকে শ্রদ্ধা করি
এখন,
আমার ৩০০ গ্রাম হৃৎপৃণ্ড
তোমায় ভালবাসে না ।
মাথার ১০ বিলিয়ন নিউরন
তোমার কথা ভাবে না ।
এখন,
আমার ৫ কেজি রক্তকনিকা
তোমার জন্য শিহরিত হয় না ।
আমার নাসারন্দ্রের স্নায়ু
তোমার গায়ের মোলায়েম গন্ধ পায় না ।
এখন,
আমার টাইম মেশিন
তোমার অপেক্ষার জন্য থেমে থাকে না ।
আমার একজোড়া রেটিনা
তোমাকে দেখেও না দেখার ভান করে ।
©somewhere in net ltd.