![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মান্ধ নই কিন্ত নিজ ধর্মে প্রতি বিশ্বাস ও অন্য ধর্মকে শ্রদ্ধা করি
স্বাধীনতা মানে, বর্ষা মৌসুমে
গঙ্গায় ভারতের জল ।
স্বাধীনতা মানে,জগন্নাথ ভার্সিটির
লাগবে আবাসিক হল ।
স্বাধীনতা মানে,রামপাল বিদুৎ কেন্দ্রের
বিরুদ্ধে আন্দোলন ।
স্বাধীনতা মানে, সরকার-বিরোধী দলের
রাজনৈতিক কোন্দল ।
স্বাধীনতা মানে,গাড়ীর ধাক্কায়
যুবকের তাজা লাশ ।
স্বাধীনতা মানে, কোটার রাজ্যে
মেধাবীদের দীর্ঘশ্বাস ।
স্বাধীনতা মানে, গাজাঁখোরদের
ছাত্র রাজনীতি ।
স্বাধীনতা মানে, রাজাকারদের
মন্ত্রী হওয়ার স্মৃতি ।
স্বাধীনতা মানে, ট্রাফিক জ্যামের উল্টোপথে
ভিআইপিদের গাড়ী চলা ।
স্বাধীনতা মানে, ছোট্ট জীবনে
সত্য-মিথ্যার খেলা ।
কবি শামসুর রহমানে ''স্বাধীনতা তুমি'' অবলম্বনে !
©somewhere in net ltd.