| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইঞ্জিনিয়ার ইমরান হোসেন
বিসমিল্লাহির রাহমানির রহিম
আমার জীবনের গল্পের মোড় কোথা থেকে শুরু করবো বুজতাচ্ছিনা.....................
১মাস আগের কিছু কাহিনী............
৭/৮ মাস হল ইঞ্জনিয়ারিং কমপ্লিট হল,জব ট্রাই করতে না করতে একটা জব হয়ে গেল তো তখন ভাবলাম জব যেহেতু পাইলাম তো একটা
রিলেশন করা উচিত অামার,যেই কথা সেই কাজ.......মাধ্যম হিসাবে বেছে নিলাম অামার খালাতো বোনকে তাকে বললাম তোদের স্কুলে একটা মেয়ে দেখ আমি রিলেশন করবো। বোনটা বলল আচ্ছা ভাইয়া !! আমি ট্রাই করবো পরের দিন ওদের স্কুলে একটা মেয়ের কথা বলল
নাম তার রুপা ক্লাস টেনে পড়ে ,তো রুপার কাছে আমার কথা বলেছে যে আমার ভাইয়ার একটা জিএফ দরকার
রুপা আমার সর্ম্পকে সব কথা আমার বোনের কাছ থেকে শুনলো,অত:পর সে রিলেশন করতে রাজি হল,তারপর দিন থেকে রুপা আর অামার
মাঝে ফোনে কথা হতে লাগল,বলে রাখা ভাল রুপা দেখতে অনেক সুন্দরী এবং ওর নিজশ্ব কোন ফোন নাই,এভাবে চলতে থাকে অামাদের
সর্ম্পকটা ......
ক্ন্তিু সর্ম্পকের ২৫/২৬ দিন এর মাথায় আমি বুঝতে পারলাম রুপা নামক মেয়েটার সাথে অামার এডজাস্ট হচ্ছে না,একথা আমি রুপা কে জানালাম বাট তার এই বিষয়ে বিন্দু মাত্র আগ্রহ দেখলামা না...সর্ম্পক বাদ দেয়ার চিন্তা ভাবনা করি এবং এই বিষয় অামার বোনকে জানাই সে এতসব সমস্যার কথা শুনে বলল আচ্ছা রুপার সাথে রিলেশন বাদ দেন,ওর কথা এবং অামার চিন্তাধারা অনুযায়ী রুপা কে
বললাম এই রিলেশনের কথা সে এই কথায় ও কোন আমল নেই না। কিন্তুু ঘটনা অন্য রকম হল আমার বোনের বান্ধবী নাকি অামাকে পছন্দ করতো তার নাম ইয়াসমিন রুপার সাথে যেহেতু ব্রেকআপকরবো সেহতেু এই সুযোগটা কাজে লাগাই......হয়ে যায় রুপার সাথে আমার রিলেশন তার সাথে কথা ও হয় সামানা সামনি..কিন্তু মজার ব্যপার হল রুপা কে কখনো আমি সরাসরি দেখিনি তার পিক দেখেচ্ছি মাত্র সেই আমাকে দেখেনি.....
কিন্তু পরে সমস্যাটা বেড়ে গেল রুপা তার লাইফটা আমার সাথে এ্যাডজাস্ট করে নিল ,তার সাথে ব্রেকআপ আর হল না আবার এদিকে ইয়াসমিন ও আমায় প্রচন্ড ভালবেসে ফেলল সেই ও আমার সাথে এ্যাজাস্ট করে নিল...........এখন আমি কি করব......????
তবে বলে রাখা ভাল আমার নানী ও খালাদের পছন্দের মেয়েটি হচ্ছে ইয়াসমিন.....
কেউ যদি আমাকে একটু হেল্প করেন এই বিষয়ে তাহলে খুব উপকিৃত হবো। 
©somewhere in net ltd.