![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
##কি রে হারামি, হয়নি তোর? কখন থেকে দাঁড়িয়ে আছি!
-যাচ্ছি রে বাবা। রিকশা পাইছিস?
-হু পাইছি।
-আচ্ছা শোন, আমাকে কিন্তু আইস-ক্রিমের দোকান থেকে আইস-ক্রিম আমার জান -কিনে দিতে হবে। মনে থাকে যেন?
-অই যা! তুই তোর আইস-ক্রিম জান নিয়েই থাক। আমি যাবো না!
-আরে বাবা রাগ করিস কেন? আচ্ছা বাবা, তুই আমার একনম্বর জান আর আইস-ক্রিম দুই নম্বর। খুশি?
## অই শয়তান আমাকে না চুড়ি কিনে দেয়ার কথা ছিলো । দিবি না ?
-দিবো তো !
-“দিবো তোকে নীল চুড়ি, আরও দিবো নীল টিপ
নিয়ে যাবো নীল অজানায়
খাবো দুজনে, দিবি তুই বিল”
- কুত্তা!লাত্থি দিমু কইলাম! বিল আমি দিবো -তাই না? তুই একটা আস্ত শয়তান!
-
## কি রে? কি করিস?
- কি আবার? পুতলিকে নিয়ে খেলছি, আদর করছি!
- অ! ভালো তো! অরে নিয়াই থাক!
- অই পাগলা? হিংসা করিস কেন আমার পুতলিকে?
- শোন হারামি, আমি আমার ভাগ অন্য কাউকে দিতে চাই না। বুঝলি গাধি?
- বুঝলাম, হিংসুটে!
-
## কি ভাবছিস রে?
- না তোকে দেখছিলাম!
- কই? তুই তো ঐদিকে তাকিয়ে আছিস?
- দূর পাগলী! ধ্যাত! মরার বাতাসটা পাগলীটাকে দেখতেও দেয় না, ঠিক মত! দেখি, চুলগুলো সরিয়ে দেই, সব সামনে এসেছে!
- হু! খালি চালাকি! তাই না? তার মানে একটু কপালটা ছুঁয়ে দেয়া?
- হাহহাহা! পাগলী একটা!
## কি রে ভাব ধরছিস?
- না! ভাব ধরার মত পাবলিক আমি না! ভাব তুই ধরিস!
- আমি নক না করলে বুঝি, কথা বলা যায় না?
- তুই কোনদিন ও নক করিস না, প্রতিদিন আমি-ই তোর খোঁজ নেই!
- তুই তো জানিস-ই! আমি কেমন আউলা একটু! তারপর ও রাগ করিস কেন হারামি?
-
## অই আছিস? না মরছিস?
- মরি নাই এখনো ! কেন মরলে কি চল্লিশা দিবি না কি?
- হু! দিবো!
- কাঁদবি না? তুই তো আবার নাক কাঁদুনে!!!
- আর তুই একটা শয়তান!
- পাগলীটার নাক ফুলে গেছে, মুখ লাল করে,পাগলীটা কাঁদছে ...
- হু! তোকে বলছে?
- আমি জানি রে তোকে!
- তুই এমন করিস কেন আমার সাথে?
- তুই- তো জানিস-ই আমি এমন, তারপর ও কাঁদিস কেন হারামি?
©somewhere in net ltd.